<p>বর্ষীয়ান কংগ্রেস নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে মারা গেছেন আজ। তিনি ছিলেন ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে এই দায়িত্ব পালন করেন তিনি।</p> <p>রাজনীতিতে আসার আগে মনমোহন সিং ছিলেন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের (১৯৯১-৯৬) সরকারে দায়িত্ব পালন করেন ভারতের অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি নতুন পথে যাত্রা করে। তাকে ভারতের অর্থনীতিতে সংস্কারের ক্ষেত্রে কৃতিত্ব দেওয়া হয়। ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ছিলেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) পঞ্চদশ গভর্নর।</p> <p>রাজনীতিক হিসেবে মনমোহনের উত্থান ঘটে ১৯৯১ সালে, দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। ২০০৪ সালের ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।</p> <p>মনমোহন সিং ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতে পশ্চিম পাঞ্জাবের গাহ-তে জন্মগ্রহণ করেন। এই গাহ এলাকা যা আজকের পাকিস্তানে রয়েছে। দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে তার পরিবার। শৈশবেই তিনি তার মাকে হারান এবং তাকে মানুষ করেন তার পিতামহী। শিক্ষা ক্ষেত্রে তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন এবং ১৯৫২ ও ১৯৫৪ সালে চন্ডিগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।</p> <p>মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের করেন। পরে তিনি ১৯৬৬-১৯৬৯ সালে জাতিসংঘে কাজ করেন। পরবর্তীকালে তিনি তার আমলাতান্ত্রিক কর্মজীবন শুরু করেন। ললিত নারায়ণ মিশ্র তাকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে তিনি ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, যেমন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (১৯৭২-১৯৭৬), রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর (১৯৮২-১৯৮৫) এবং পরিকল্পনা কমিশনের প্রধান। ৭০-এর দশকে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।</p> <p>মনমোহন সিং ১৯৯১ সালে সংসদের রাজ্য সভায় মনোনীত হন এবং পরে ২০০১ ও ২০০৭ সালে আবার পুনর্নির্বাচিত হন। ১৯৯৮ থেকে ২০০৪ সালে পর্যন্ত যখন ভারতীয় জনতা দলের সরকার ছিল তখন শ্রী সিং রাজ্য সভায় বিরোধী দলনেতা ছিলেন ১৯৯৮ সালে তিনি লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লী আসনের জন্য প্রতিদ্বন্দিতা করেন কিন্তু তাতে জয়লাভ করতে পারেননি। চলতি বছরের শুরুর কয়েক মাস পর্যন্ত তিনি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। গত এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন।</p> <p>মনমোহন সিং গুর্শরণ কৌর কে ১৯৫৮ সালে বিবাহ করেন এবং তাদের তিন কন্যা সন্তান আছে। </p>