<p>ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ১২ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও একাধিক হত্যাচেষ্টার মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।</p> <p>গতকাল বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফেনী মডেল থানা থেকে আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।</p> <p>পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামিরা হলেন- সোনাগাজী উপজেলার শেখ জাফর উল্ল্যাহর ছেলে শেখ মো. ইব্রাহীম (৩২), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মৃত ছেরাজুল হকের মেয়ে সাজেদা আক্তার সাজু (৩৫) এবং ছাগলনাইয়া উপজেলার মাস্টারপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন (৩৫)। সাজেদা আক্তার সাজু ফেনী সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।</p> <p>আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘আসামিরা সবাই মহিপালের ছাত্রহত্যার আসামি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’</p>