<p>খুলনার একাধিক অপকর্মের হোতা, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা এবং খুলনা মহানগর শাখার সাবেক সহসভাপতি রণবীর বা‌ড়ৈ সজলকে বাগেরহাটের মোংলা থেকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।</p> <p>শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্রেপ্তারের পর রাতে তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ জন্য বিস্তারিত কিছু জানা যায়নি। কেএমপির গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম বলেছেন শনিবার এ ব্যাপারে ব্রিফিং করা হবে।</p> <p>পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ একাধিক সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সজলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার ভাই খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং শেখ পরিবারের আশীর্বাদ নিয়ে এবারের নগর যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। আর সজল ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।</p> <p>দুই ভাই ছাত্রলীগ নেতা আর শেখবাড়ির আশীর্বাদপুষ্ট হওয়ায় তারা ছিলেন বেপরোয়া। বিশেষ করে বিসিবি সভাপতি শেখ সোহেলের সঙ্গে সজলের ছিল অন্তরঙ্গ সম্পর্ক।</p> <p>খুলনা মহানগরীর ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে সজলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। মোংলার খাসেরডাংগা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p>