<p style="text-align:justify">নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক, এক্সসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে। তবে ভিডিওতে থাকা ওই নারী হিন্দু নয় এবং তাকে ধর্ষণ করা হয়নি বলে নিশ্চিত হয়েছে কালের কণ্ঠ। </p> <p style="text-align:justify">আলোচিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝোপঝাড়ে ঘেরা একটি পুকুর থেকে ভেজা অবস্থায় এক নারী ওপরে উঠে আসছেন, এ সময় তাকে অসংলগ্ন এবং দুর্বল দেখা যাচ্ছে। তার দিকে টর্চের আলো ফেলা হচ্ছে। ওই নারী তাকে না মারতে আকুতি জানাচ্ছেন। এ সময় ক্যামেরার পেছন থেকে তাকে মারা হবে না বলে আশ্বস্ত করা হচ্ছে বলে শোনা যায়। </p> <p style="text-align:justify">কালের কণ্ঠের আড়াইহাজার প্রতিনিধি জানিয়েছেন, ভিডিওটি গত ২৭ ডিসেম্বর উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী এলাকার। ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও বিল্লাল নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। আর লাভলী আক্তার নামে এক নারী পুকুরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। </p> <p style="text-align:justify">এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তার লাভলী আক্তার (২৫) ডাকাতদলের সক্রিয় কর্মী। ঘটনার দিন স্থানীয়রা তাড়া করলে লাভলি আক্তার পুকুড়ে ঝাঁপ দেন। ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। </p> <p style="text-align:justify">ওসি আরো জানান, লাভলী হিন্দু নন, তিনি মুসলিম। এবং তাকে ধর্ষণের তথ্যটিও সম্পূর্ণ মিথ্যা। একটি চক্র বিষয়টিকে ভুল দাবিতে উপস্থাপন করছে। </p>