<p>চলছে শীতের মৌসুম। এই সময় শীতের জামাকাপড়ের সঙ্গে সবাই ফ্যাশনের দিকটাও চিন্তা করেন। অনেকে জ্যাকেট বা উলের জামাকাপড়ের সঙ্গে স্কার্ফ পরেন। এটিও এক ধরনের ফ্যাশন। আপনার লুককে আরো ক্ল্যাসি করে তুলতে পারে একটি স্কার্ফ। এই স্কার্ফ শুধু লুকই বাড়ায় না, ঠাণ্ডা থেকেও রক্ষা করে।</p> <p>ডিসেম্বরে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যান, পিকনিক বা পার্টিতে যান। এ ছাড়া নববর্ষ উদযাপনসহ বিভিন্ন উপলক্ষ্য থাকে এই সময়ে। আপনিও যদি এই সময়ে স্কার্ফ ব্যবহার করতে চান, তাহলে জেনে নিন কীভাবে নিজের লুক আরো সুন্দর করে নিজেকে ফ্যাশনিস্তা সাজিয়ে তুলতে পারেন।</p> <p><strong>কাঁধের ওপর মোড়ানো</strong></p> <p>কাঁধের ওপর হালকা ওজনের স্কার্ফ রাখতে পারেন। পিঠের ওপর আলগাভাবে ঝুলতে দিন, যাতে ন্যাচারাল লুক থাকে। এই স্টাইলটি ডিনার পার্টি বা গেট-টুগেদারের জন্য উপযুক্ত। সেক্ষেত্রে লুক বাড়ানোর জন্য সিল্ক, ভেলভেট বা সাটিনের মতো বিলাসবহুল কাপড়ের স্কার্ফ বেছে নিতে পারেন।</p> <p><strong>নেক টাই</strong></p> <p>স্কার্ফটিকে একটি লম্বা, পাতলা স্ট্রিপে ভাঁজ করুন। এবার এটিকে চোকারের মতো গলায় জড়িয়ে রাখুন। আরো মার্জিত লুকের জন্য গিঁটের মাধ্যমে টাইয়ের মতো করতে পারেন। ককটেল পার্টি বা ফ্যাশন-ফরোয়ার্ড ইভেন্টে নিজেকে আধুনিক দেখাতে এভাবে স্টালিং করতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে টুপি পরে ঘুমালে কী হয়?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735301337-25351e5095d78e6155f4be3da9299b81.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে টুপি পরে ঘুমালে কী হয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/27/1461981" target="_blank"> </a></div> </div> <p><strong>স্কার্ফের বিনুনি</strong></p> <p>স্কার্ফটি গলায় মোড়ানোর আগে ভাঁজ করুন। এটি টেক্সচার তৈরি করবে এবং আপনার পোশাকে একটি ‘বোহো ভাইব’ যোগ করবে। এটি সৃজনশীল ইভেন্টের জন্য সেরা। যেমন একটি আর্ট শো বা আউটডোর ইভিনিং পার্টিতে বোনা বা পুরু স্কার্ফে আপনাকে মানাবে ভালো।</p> <p><strong>ব্রেইডেড স্টাইল</strong></p> <p>ত্রিভুজের মতো করে স্কার্ফ ভাঁজ করুন এবং একটি আলগা গিঁট দিয়ে আপনার গলায় বেঁধে নিন। এটি আপনার চেহারাকে আরো ক্লাসি করে তুলবে। এটি নৈমিত্তিক ডিনার পার্টি বা ছোট ফাংশনের জন্য খুব ভালো মানাবে। পোশাকের সঙ্গে একটি ম্যাচিং স্কার্ফ আপনাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে বাড়তে পারে হাঁপানি, যেভাবে শিশুর খেয়াল রাখবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735299769-933a20a83b6d685b1476b4310ea2ceac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে বাড়তে পারে হাঁপানি, যেভাবে শিশুর খেয়াল রাখবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/27/1461976" target="_blank"> </a></div> </div> <p><strong>ক্লাসিক নট বা বোও</strong></p> <p>স্কার্ফটিকে ত্রিভুজাকারে ভাঁজ করে একটি আলগা গিঁট দিয়ে গলায় বেঁধে নিন। এই আপনার চেহারায় ক্লাসিক লুক আনবে। ডিনার পার্টি বা কোনো ছোট ইভেন্টে এটি আপনার জন্য সেরা হবে।</p> <p>সূত্র : আজতক বাংলা</p>