আর্জেন্টিনা, স্পেনের বছরে রদ্রির চমক
মহাকালের গর্ভে যখন আরেকটি বছর বিলীন হওয়ার অপেক্ষায়, কালের কণ্ঠ স্পোর্টস তখন বিশ্ব ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলোতে চোখ ফেরাচ্ছে। দলীয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্যের উত্থান-পতনের অঙ্ক মিলিয়ে টানছে উপসংহার। বছরান্তের এই আয়োজনে আজ চতুর্থ দিনে ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলের সালতামামি লিখেছেন রানা শেখ।
সম্পর্কিত খবর