<p>দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে গোপিন কিস্কু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জয়ন্তি হেমরম (৩০) এবং অজয় কিস্কু (৪) নামে অপর দুই আরোহী।</p> <p>নিহত গোপিন কিস্কু উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর আমড়াপাড়া গ্রামের জহির কিস্কুর ছেলে। আহত জয়ন্তি হেমরম ও অজয় কিস্কু নিহত গোপিন কিস্কুর স্ত্রী এবং ছেলে।</p> <p>শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় বীরগঞ্জ পৌর শহরের হাটখোলার দিনাজপুর-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিন জানান, সন্ধ্যায় নিজ বাড়ি হতে মটর সাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাহারোল উপজেলার দশমাইল ইটুয়া গ্রামে শ্বশুর বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গোপিন কিস্কু। পথে বীরগঞ্জ পৌর শহরের হাটখোলায় পৌঁছালে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত গোপিন কিস্কুকে ঘোষণা করেন।</p> <p>তবে গোপিন কিসকুর স্ত্রী ও সন্তান দুর্ঘটনায় সুস্থ আছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন। </p> <p>দশমাইল হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।</p>