<p>ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য মেজবা বাপ্পীর। ২০১২ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান এই তরুণ। এরপর ২০১৮ সালে কলকাতার জি বাংলার ‘সা রে গা মা পা’ তে অংশ নিয়েও সংগীতপ্রেমীদের নজর কাড়েন তিনি। গ্রুমার হিসেবে কাজ করেছেন আরটিভির রিয়ালিটি শো  ‘সুফিয়ানা’ তে। সিনেমার গানে কম দেখা গেলেও একক গান দিয়ে এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন তিনি। ‘চলো পাল্টে যাই’, ‘সেফটিপিন’, ‘প্রিয়তমা’, ‘তোমাকে তোমাকে চাই’, ‘কথাগুলো গান হোক’, ‘একা’, ‘বাড়ির কাছে আরশি নগর’, ‘রাগ ভাঙানোর গান’ গানগুলো ইতোমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এখন ব্যস্ততা মঞ্চ নিয়ে।</p> <p>অন্যদিকে ২০১০ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মৌমিতা তাসরিন নদী। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন। তারপর প্রকাশ পেয়েছে বেশ কয়েকটি একক গান। সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।</p> <p>এবার এই দুজন অংশ নিচ্ছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বছরের শেষ লাইভ অনুষ্ঠানে। অনুষ্ঠানের নাম ‘এ লগন গান শোনাবার’। রাত সাড়ে ১১টায় শুরু হবে এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান নিয়ে মেজবা বাপ্পী বলেন, ‘আজকের অনুষ্ঠানের গানগুলো একটু সেলিব্রেশন মুডের গান দিয়ে সাজানো হয়েছে। কিছু জনপ্রিয় ব্যান্ডের এর গান, তা ছাড়া দুজনের জনপ্রিয় মৌলিক গানও তালিকায় আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’</p> <p>তিনি বলেন,‘ চাইলে দর্শকরা ফোন করেও গানের অনুরোধ করতে পারেন। আমরা চেষ্টা করব তাদের পছন্দের গান শোনাতে।’</p>