<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দাঁড়িয়ে থাকা যানে পেছন থেকে বাস ও ট্রাকের প্রচণ্ড ধাক্কায় পৃথক ঘটনায় ৯টি তাজা প্রাণ ঝরল মহাসড়কে। অন্যদিকে রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী যানের ধাক্কায় ছিটকে দুই প্রবীণ নারী-পুরুষ প্রাণ হারান। সব মিলিয়ে মোট ১১ জন সড়ক দুর্ঘটনায় মারা যান। এদিকে গতকাল শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও প্রাইভেট কারে পেছন থেকে এসে প্রচণ্ড ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে পাঁচ যাত্রী প্রাণ হারায়। অন্য দুর্ঘটনাটি ঘটে পাবনার সাঁথিয়ায়। দিনমজুরবাহী দাঁড়িয়ে থাকা করিমনে ধাক্কা দেয় একটি বেপরোয়া ট্রাক। এতে প্রাণ হারান চার দিনমজুর। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="দাঁড়িয়ে থাকা যানে বাস ও ট্রাকের ধাক্কা, নিহত ১১" height="358" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/28-12-2024/88889.jpg" style="float:left" width="345" />কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় দুজন বয়স্ক নারী-পুরুষ নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁদের বয়স ৬০ থেকে ৭০ বছর হতে পারে। গতকাল শুক্রবার দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ ও বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে তাঁরা রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে তাঁদের দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেল সাড়ে ৪টায় তিনিও মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় (দক্ষিণ কেরানীগঞ্জ) চারটি যানকে পেছন থেকে এসে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে পাঁচজন যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। প্রাইভেট কারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় একজন। অন্যদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাবনা প্রতিনিধি জানান, গতকাল ভোরে কাজে বেরিয়ে পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় চার দিনমজুর নিহত হন। আহত হন পাঁচজন। গতকাল ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতরা হলেন উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), মো. জলিল (৬৫), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) এবং সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওসি আব্দুল লতিফ জানান, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে দিনমজুররা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জলিল নামের আরো একজন মারা যান। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেল্পার পালিয়ে গেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>