<p>সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগীদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৬৪ জন। তাদের মধ্যে মারা গেছে ৫৬৯ জন।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক দিনে সর্বোচ্চ ১৮ জন ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশন বাদে) আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সাতজন, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া রংপুর ও সিলেটে একজন করে হাসপাতালে ভর্তি হয়েছে।</p> <p>দেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। এ সময় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ গেছে ৫৬৯ জনের। শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে দেশে এর ব্যতিক্রম হচ্ছে। এবার এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। চলতি মাসে এ পর্যন্ত মারা গেছে ৮১ জন।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২১ হাজার ১৮৪ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১৮ হাজার ৬৩৫ জন ভর্তি হয়েছে। আর তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ৭৯৭ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩৭ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০৩ জনের এবং বরিশালে ৬২ জনের।</p> <p> </p> <p> </p>