<p style="text-align:justify">মানিকগঞ্জের ঘিওরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর রডের আঘাতে মোজাফফর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বৈলতলা সিংজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর ওই গ্রামের হেকমত আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে কৃষক মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান তার ঘাড়ে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মোজাফফর প্রাণ হারান। ঘটনার পর আব্দুর রহমান পরিবারের সদস্যসহ পালিয়ে যান।</p> <p style="text-align:justify">ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।</p>