<p>বর্তমানে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। তবে এর মধ্যে বেশির ভাগই টাইপ-২ ডায়াবেটিক। আর টাইপ-১ ডায়াবেটিকে আক্রান্ত হয় শিশুরা। তবে শিশুরা যে শুধুই টাইপ-১-এ আক্রান্ত হবে, এমনটা নয়। টাইপ-২-এও আক্রান্ত হতে পারে। ২ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিক দেখা যায়। আর কিশোর বয়সে হয় টাইপ-২ ডায়াবেটিক।</p> <p>টাইপ-১ ডায়াবেটিক কিন্তু মিষ্টি বেশি খাওয়ার কারণে হয় না। অটোইমিউন অসুখের কারণে যেমন টাইপ-১ ডায়াবেটিস হতে পারে, আবার জিনগত কারণেও এই ধরনের ডায়াবেটিস হতে পারে।</p> <p>চিকিৎসকদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের ডায়াবেটিসের ব্যাপারে সার্বিক সচেতনতার অভাব থাকে এবং অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয় করতে দেরি হয়ে যায়।</p> <p><strong>যে লক্ষণে বুঝবেন</strong></p> <p>ঘন ঘন প্রস্রাব হওয়া, বারবার তেষ্টা পাওয়া , ক্ষুধা বৃদ্ধির মতো উপসর্গ দেখে বুঝবেন আপনার শিশু টাইপ-১ ডায়াবেটিকে আক্রান্ত হতে পারে। এ ছাড়া কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, অস্পষ্ট দৃষ্টি, ক্লান্তি অনুভব করাও টাইপ-১ ডায়াবেটিকের লক্ষণ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে কোমল ও মোলায়েম ত্বকের জন্য কী করবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735310420-860b06a70887f3875985f0189ea35ef2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে কোমল ও মোলায়েম ত্বকের জন্য কী করবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/27/1462009" target="_blank"> </a></div> </div> <p>সময়ের সঙ্গে সঙ্গে টাইপ-১ ডায়াবেটিক জটিলতা ডেকে আনে। এই অসুখ শরীরের প্রধান অঙ্গগুলোর ক্ষতি করতে পারে। এর মধ্যে রয়েছে হৃৎপিণ্ড, রক্তনালি, স্নায়ু, চোখ ও কিডনি।</p> <p>ডায়াবেটিস হৃৎপিণ্ড ও রক্তনালির কিছু সমস্যার ঝুঁকি বাড়ায়। এর মধ্যে রয়েছে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ধমনি সরু হয়ে যাওয়া ইত্যাদি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে বাড়তে পারে হাঁপানি, যেভাবে শিশুর খেয়াল রাখবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/27/1735299769-933a20a83b6d685b1476b4310ea2ceac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে বাড়তে পারে হাঁপানি, যেভাবে শিশুর খেয়াল রাখবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/27/1461976" target="_blank"> </a></div> </div> <p>রক্তে অত্যধিক শর্করা স্নায়ুর কর্মক্ষমতা কমিয়ে দেয়। ডায়াবেটিস পাচনতন্ত্রকে প্রভাবিত করে। বমি বমি ভাব, বমি, ডায়ারিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি করতে পারে।</p> <p>সূত্র : এবিপি আনন্দ</p>