<p>দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ জন। এই সময় কারো মৃত্যুর খবর আসেনি। গতকাল সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৫৮ জনে। এদের মধ্যে মারা গেছে ৫৬৫ জন।</p> <p> </p>