<p style="text-align:justify">নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। কিন্তু সচিবালয়ে আগুন লাগায় ঢাকায় ফিরেছেন তিনি। ফলে তার আর অনুষ্ঠানে যোগদান করা সম্ভব হয়নি।</p> <p style="text-align:justify">তার অনুপস্থিতিতেই বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।</p> <p style="text-align:justify">শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, পিআইও আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুল হক আনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহসমন্বয়ক সাম সজীব, ডোমার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন, মোহাম্মদ শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।</p>