<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় ফায়ার সার্ভিসকর্মী মো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. সোয়ানুর জামান নয়ন নিহতের মামলায় গ্রেপ্তার ট্রাকচালক বেলাল হোসেন সুমন ও তাঁর সহযোগী মো. ফরহাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল তাঁদের আদালতে হাজির করে পুলিশ। শাহবাগ থানার করা মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আমিরুল ইসলাম। এ সময় আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. রুহুল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, বুধবার রাত ২টার দিকে সচিবালয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে টিম সেখানে যায়। রাত ৩টা ১০ মিনিটের দিকে অগ্নিনির্বাপক সরঞ্জাম নিয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা পর হচ্ছিলেন নয়ন। এ সময় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে কারওয়ান বাজারগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন নয়ন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলে উপস্থিত ছাত্র-জনতা ট্রাকচালক সুমন ও তাঁর সহযোগী ফরহাদকে আটক করে।</span></span></span></span></span></p>