<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোজাম্বিকের রাজধানী মাপুতোর এক কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। দাঙ্গার সুযোগে ওই কারাগার থেকে দেড় হাজারের বেশি বন্দি পালিয়ে গেছেন। গত বুধবার দেশটির পুলিশ কমান্ডার জেনারেল বার্নাডিনো রাফায়েল এসব তথ্য জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন নিয়ে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটল। নির্বাচনে কারচুপির অভিযোগ দেশটির বিরোধী দলগুলো এবং তাদের সমর্থকদের। তবে গত সোমবার মোজাম্বিকের সুপ্রিম কোর্ট এক রায়ে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন থাকা দল ফ্রেলিমোসের জয় হয়েছে বলে নিশ্চিত করেন। এতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমান্ডার রাফায়েল অভিযোগ করে বলেন, কারাগারের বাইরে প্রতিবাদরতরা বন্দিদের দাঙ্গা বাধানোর জন্য উসকানি দিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে দেশটির আইন ও বিচারমন্ত্রী হেলেনা কিডা স্থানীয় বেসরকারি সম্প্রচার মাধ্যম মিরামার টেলিভিশনকে বলেছেন, কারাগারের ভেতরেই অস্থিরতা শুরু হয় এবং এর সঙ্গে বাইরের বিক্ষোভের কোনো সম্পর্ক ছিল না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, কারাগারটিতে দাঙ্গার কারণে ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১৫ জন আহত হয়েছেন। কারাগারটিতে যাঁরা হতাহত হয়েছেন তাঁদের পরিচয় পরিষ্কার হয়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাফায়েল জানান, কারাগারটি থেকে এক হাজার ৫৩৪ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে ১৫০ জনকে আবার আটক করা হয়। এই কারাগারের পাশাপাশি আরো দুটি কারাগার ভেঙে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ আদালতের রায়ের পর দেখা দেওয়া অস্থিরতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এর আগে পর্যবেক্ষক গোষ্ঠী প্ল্যাটাফরমা ডিসাইড জানিয়েছিল, অস্থিরতা শুরু হওয়ার পর থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৩০ জন নিহত হয়েছেন। সূত্র : এএফপি</span></span></span></span></p>