<p style="text-align:justify">দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় তানভির ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) নামের দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে স্বামী স্ত্রী বলে জানা গেছে।</p> <p style="text-align:justify">নিহত তানভির ইসলাম মোহন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনানুল ইসলামের ছেলে। স্ত্রী তাজমিন আক্তার নীলফামারী জেলার সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মমতাজ আলীর মেয়ে।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এসময় পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী তানভির ইসলাম মোহন নিহত হন। পরে আহত অবস্থায় স্ত্রী তাজমিন আক্তারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান আটক করা হলেও চালক পালিয়ে যায়। </p>