<p>ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয়গুণে অনেক আগেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সন্ধিক্ষণ’। অন্তর্জালে বিপুল সাড়া পাচ্ছে নাটকটি। সামনে আসবে তাঁর আরো কিছু নাটক। অভিনেতার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।</p> <p><strong>হারায়নি দর্শক</strong><br /> ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকে নাটক-সিনেমা-গানের প্রতি মানুষের আগ্রহ তলানিতে। অন্তর্জালে ভিউ খরাও ছিল প্রবল। সে খরা কাটিয়ে সচল হচ্ছে শোবিজ। ইদানীং মুক্তি পাওয়া অনেক নাটকই দর্শকের সাড়া পাচ্ছে বেশ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ মুক্তির প্রথমদিনেই ২০ লাখ ভিউ পার করেছে। জোভান মনে করেন, ‘দর্শক ঠিকঠাকই আছে। নাটক যারা দেখেন, তারা সব সময়ই দেখেন।’</p> <p><strong>মালাইকার সম্ভাবনা</strong><br /> সফল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে তাঁর অভিনয়ে অভিষেক হলো। নবীন এ অভিনেত্রীর সম্ভাবনা কতখানি দেখছেন? ‘সময় লাগবে। ও ছোট মানুষ, এ কারণে সহজ একটি গল্প বেছে নিয়েছি আমরা। এতে করে ওর জন্য সুবিধা হয়েছে। তবে মালাইকা কতদূর যাবে, সেটা একান্তই ওর ওপর নির্ভর করবে’—উত্তর দিলেন জোভান। </p> <p><strong>নবীনদের লাকি চার্ম</strong><br /> অনেক বছর ধরেই নাটকের প্রথম সারির অভিনেতা জোভান। তবে সমসাময়িক অভিনেত্রীদের পাশাপাশি নবীনদের সঙ্গেও কাজ করেন তিনি। নাজনীন নিহা কিংবা পারশা মাহজাবীন পূর্ণিদের অভিষেক হয়েছে তার নায়িকা হয়েই। এবার এলেন মালাইকা। নতুনদের সঙ্গে অভিনয়ের বিষয়ে জোভান বলেন, ‘কাউকে না কাউকে তো স্টেপ নিতেই হবে, নতুনদের সঙ্গে কাজ করতে হবে। সে হিসেবে আমার সঙ্গে অনেক অভিনেত্রীর অভিষেক হয়েছে। আবার কাজগুলো সফলও হয়েছে। সুতরাং সেদিক থেকে বলতে গেলে, আমি অনেকের জন্য লাকি চার্ম।’</p> <p><strong>অম্ল-মধুর অভিজ্ঞতা</strong><br /> জোভান নিজেও নতুন ছিলেন একসময়। তখন সহশিল্পীদের কাছ থেকে তিনি কেমন সাড়া পেতেন? জবাবে অভিনেতা বলেন, ‘অত মসৃণ ছিল না। বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। অনেক ধরনের সহশিল্পীর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। সবাই ভালো ছিল, তা তো বলব না। ভালো-মন্দ মিলিয়েই ছিল। তবে হ্যাঁ, ভালোর সংখ্যাই বেশি ছিল। তাদের কাছ থেকে সহযোগিতাও পেয়েছি। সে অভিজ্ঞতা থেকে চেষ্টা করি নতুনদের যেন তিক্ত অভিজ্ঞতা না হয়।’</p> <p><strong>কবিতায় প্রেম</strong><br /> নতুন বছরের প্রথম দিন আসবে তপু খানের ‘কবিতায় প্রেম’। এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। নাটকটিতে নতুন এক অভিজ্ঞতা হয়েছে জোভানের। তাঁর ভাষ্য, ‘নির্মাতা তপু খান সিনেমাও বানিয়েছেন। তো নাটকেও সিনেমাটিক আবহ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আমার দিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হলো, সিনেমায় যেভাবে গানের দৃশ্যায়ন করা হয়, স্লো মোশন ও লিপসিং (গানে ঠোঁট মেলানো) করা, সে রকম করা হয়েছে এই নাটকে। এটা আমার জন্য প্রথমবার হলো। সিনেমার অভিজ্ঞ একজন কোরিওগ্রাফার ছিলেন টিমে, তিনিও অনেক হেল্প করেছেন। সব মিলিয়ে কাজটি করে ভালোই লেগেছে।’</p> <p><strong>মার্কিন মুলুকে ঘোরা ও শুটিং</strong><br /> কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জোভান। তবে পেশাগত ব্যস্ততায় বেশি দিন থাকতে পারেননি। ১২ দিন থেকেই ফিরে আসেন দেশে। এ সফর নিয়ে জোভান বলেন, ‘ছোট সফর ছিল। এর মধ্যেও আবার তিনটি নাটকের শুটিং করেছি সেখানে। আমার সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফলে ঘোরার জন্য বেশি সময়ও পাইনি।’ </p> <p><strong>নতুন বছরে একগুচ্ছ নাটক</strong><br /> একদিকে নতুন বছর, আবার মাস দেড়েক পরই ভালোবাসা দিবস। ফলে নাটকের ব্যস্ততা এখন তুঙ্গে। জোভান জানালেন, জানুয়ারিতে শুটিং করবেন ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকের। প্রবীর রায় চৌধুরীর নির্মাণে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজের চতুর্থ নাটক। এ ছাড়া মহিদুল মহিমের নির্দেশনায় নাটক করছেন পড়শীর সঙ্গে। নাটক আসবে তটিনীর সঙ্গেও। দর্শকের চাহিদা বুঝে ভালো গল্পে কাজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেই জানান এ অভিনেতা।</p> <p><strong>ভুল নয় সঠিক</strong><br /> বছরটা প্রায় শেষ। তাই জিজ্ঞেস করা, এ বছরে এমন কিছু করেছেন, পরে যেটাকে ভুল মনে হয়েছে এবং নতুন বছরে সেটা করতে চান না? জোভান বলেন, ‘এমন কোনো কাজ করিনি; বরং এ বছর জীবনে ভালো ভালো কাজ করেছি, ভালো সিদ্ধান্ত নিয়েছি। যেমন বিয়ে করলাম। সুতরাং ভালোটাই করেছি এ বছর। নতুন বছরেও ভালো ভালো কাজ অব্যাহত থাকবে আশা করি।’</p>