<p style="text-align:justify">বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ঢাকা মহানগর এলাকায় অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="মরক্কোতে নৌকাডুবি, ৬৯ জনের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735358934-12c777a22f44f8ef5b8884edbbc1bc40.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">মরক্কোতে নৌকাডুবি, ৬৯ জনের মৃত্যু</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/28/1462218" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">পরিষদের অন্য দাবিগুলো হচ্ছে ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত পাঁচ হাজার অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করতে হবে, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সংগতি রেখে আরো ১৫ হাজার অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে, অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="এখনো যাচাই-বাছাই চলছে, দুশ্চিন্তায় প্রশিক্ষণপ্রাপ্ত ৪৮৮ এসআই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735356228-a6086775ffefced1de2dac6e82e58f8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">এখনো যাচাই-বাছাই চলছে, দুশ্চিন্তায় প্রশিক্ষণপ্রাপ্ত ৪৮৮ এসআই</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/28/1462215" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ ছাড়া আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="খুবই কম বেতন দেওয়া হয় সাংবাদিকদের : প্রেস সচিব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735354943-70126f8c5acce692053ab0fdd26fff1e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">খুবই কম বেতন দেওয়া হয় সাংবাদিকদের : প্রেস সচিব</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/28/1462212" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, সদস্যসচিব মো. গোলাপ সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।</p>