<p style="text-align:justify">বিএনপির নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গেছেন, অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি।’</p> <p style="text-align:justify">শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরে মেহেদীবাগের নিজ বাসভবনে পাঁচলাইশ থানা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দলের জন্য ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।</p> <p style="text-align:justify">রাজনীতি নিয়ে তরুণদের চিন্তা-চেতনাও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা, তরুণদের চিন্তা-চেতনা আমাদের বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।’</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন প্রমুখ।</p>