<p style="text-align:justify">প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের খুবই কম বেতন দেওয়া হয়। এটা মানবেতর জীবনযাপন। এটা কল্পনা করা যায় না। এ জায়গায় আমাদের ইউনিয়নের লিডাররা বছরের পর বছর ফেল করেছেন। সাংবাদিকতা একটা নেশার মতো। তিনি তার নাম ছাপায় দেখতে চান, একটা গল্প বলতে চান। এটা নেশার কারণেই আসে। আর এই আসার কারণেই তাকে ট্র্যাপে ফেলে দেন মালিকরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নৌশ্রমিকদের কর্মবিরতি, দেশের ৪৫ ঘাটে আটকা ১৫ লাখ টন পণ্য" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735354602-ca24ac5ad88ee223de596073a1493961.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নৌশ্রমিকদের কর্মবিরতি, দেশের ৪৫ ঘাটে আটকা ১৫ লাখ টন পণ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/28/1462211" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ আয়োজিত ‘কেমন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">প্রেসসচিব বলেন, সাংবাদিকদের কি সেফটি ইকুইপমেন্ট দিচ্ছেন? আমরা কি একটা হেলমেট পাচ্ছি, আমরা কি একটা বুলেটপ্রুফ ভেস্ট পাচ্ছি? এটা তো বেসিক মিনিমাম জিনিস। দেশের বাইরে এগুলো ছাড়া সাংবাদিকতা করতেই দেয় না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যৌথবাহিনী অভিযানে জাসদ নেতা মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735354266-b896af1fcdd27538993ed1bd8f6dc862.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যৌথ বাহিনী অভিযানে জাসদ নেতা মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462210" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, আমাদের প্রতিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটের একযোগে এই আওয়াজটা তোলা উচিত যে একটা ভালো রকমের বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে। আপনারা নিশ্চিত থাকেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী নতুন সাংবাদিকতা হবে। যাতে বাংলাদেশে আরেকটা ফ্যাসিবাদ তৈরি না হয়। হাসিনা একটা মনস্টার চলে গেছে, আরেকটা মনস্টার যাতে তৈরি না হয়, সে ব্যাপারে আমাদের সবার শপথ নিতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735353650-4d0dc620cdfd85babd96df692a1e9d85.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/28/1462207" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের আহ্বায়ক ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সিলমি সাদিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক শাকিল হোসেনের বাবা মো. বেলায়েত হোসেন, শহীদ সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের ছেলে সুজন কুমার ভৌমিক, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর বাবা মোশারেফ হোসেন হাওলাদার প্রমুখ।</p>