<p>দুদিন পরেই দামামা বাজবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১১তম আসরে একটা অপেক্ষাও ফুরাবে রাজশাহীর। দীর্ঘ ৫ বছর পর খেলবে রাজশাহীর কোনো দল। অপেক্ষাটা তাই শিরোপা জিতেই রাঙাবে কিনা দুর্বার রাজশাহী তা নিয়ে কথা বলেছেন আকবর আলি।</p> <p>মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন শেষে রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটার আকবর চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে বলেছেন, ‘আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। আমরা যদি নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল।’</p> <p>দলে অবদান রাখতে বিপিএলে চার-পাঁচে ব্যাটিং করতে চান আকবর। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘ ব্যক্তিগতভাবে চিন্তা করলে আমি মনে করি, পাঁচ নম্বর জায়গাটা খুব ভালো হবে। চার বা পাঁচ নম্বর। এর নিচে না। তবে দিন শেষে দল আমাকে যেভাবে চিন্তা করবে, সেভাবে খেলতে হবে। ব্যক্তিগত ইচ্ছার কথা নেওয়া হলে চার বা পাঁচ নম্বরে খেলতেই পছন্দ করব।’</p> <p>আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলে। উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী।</p>