<p>অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের জবাবটা ভালোভাবেই দিচ্ছিলেন যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলি। তবে এক ভুল বোঝাবুঝিতে যেন সব শেষ! কেননা শেষ বিকেলে তিন উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টে এখন ব্যাকফুটে ভারত।</p> <p>ভারতের সুন্দর ইনিংসটা এলোমেলো করার কারিগর। স্কট বোল্যান্ড। শেষ বিকেলে ২ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন এই পেসার। তার আগে অবশ্য জয়সোয়াল-কোহলির সেই ভুল বোঝাবুঝি। তবে সেই ভুল বোঝাবুঝিতে তার উপস্থিতি আছে। তৃতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন দুই ভারতীয় ব্যাটার। সঙ্গে ৮২ রান করা জয়সোয়াল স্বপ্ন দেখছিলেন চলতি সিরিজে আরেক সেঞ্চুরির।</p> <p>কিন্তু বোল্যান্ডের করা ৪১তম ওভারের শেষ বলে বিধি বাম। লং অনে ঠেলে দিয়েই প্রান্ত বদলের জন্য ছুটছিলেন দারুণ ব্যাটিং করা জয়সোয়াল। নন স্ট্রাইকে থাকা কোহলিও রান নেওয়ার উদ্দেশ্যে সামনে দৌড়েছিলেন। তবে বল প্যাট কামিন্সের হাতে দেখতে পেরে সতীর্থকে মানা করে দাঁড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দুজনিই তখন নন স্ট্রাইকের প্রান্তে। কামিন্সের থ্রো ধরে পরে স্ট্যাম্প ভেঙেই উল্লাসে মাতেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।</p> <p>অন্যদিকে বিপরীত চিত্র জয়সোয়ালের চোখে মুখে। ৮২ রানে হতাশ হয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন যেন তার পা এগিয়ে যাচ্ছিল না ড্রেসিংরুমের দিকে! এমন মোমেন্টাম পাওয়ার পর ভারতের ঘাড়ে চেপে বসে অস্ট্রেলিয়া। বিশেষ করে পেসার বোল্যান্ড। পরে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ভারতকে কোনঠাসা করেন তিনি। তার শিকার হওয়া দুই ব্যাটার হচ্ছেন বিরাট কোহলি (৩৬) ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপ (০)।</p> <p>মাত্র ৭ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় ভারত। এতে করে ১৫৩ পর্যন্ত ২ উইকেট থাকা ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫৯ রান। শেষে আর কোনো উইকেট পড়তে দেননি দুই বাঁহাতি ব্যাটার ‍ঋষভ পন্ত (৬*) ও রবীন্দ্র জাদেজা (৪)। আগামীকাল ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই ব্যাটার। <br /> এখনো ৩১০ রানে পিছিয়ে ভারত। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৭৪ রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় ভারত। ৮ রানে দলীয় অধিনায়ক রোহিত শর্মা (৩) সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিপরীতে ড্রেসিংরুমের পথ মাপেন। শুরুর ধাক্কা পরে ৪৩ রানের জুটি গড়ে সামলিয়ে নিয়েছিলেন জয়সোয়াল ও লোকেশ রাহুল। এর পর কোহলির সঙ্গে জয়সোয়ালের জুটিটা ছিল দুর্দান্ত। কিন্তু শেষের ঝড়ে সব এলোমেলো।</p> <p>অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটার গতকাল ফিফটি করে বিদায় নিলেও, আজ সেঞ্চুরি করে ক্ষান্ত হয়েছেন স্টিভেন স্মিথ। করেছেন ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে একটা রেকর্ডও গড়েছেন তিনি। ভারতের বিপক্ষে এখন টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি করা ব্যাটার তিনি। এতদিন ১০ সেঞ্চুরি নিয়ে জো রুটের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন স্মিথ। আজ ১১তম সেঞ্চুরি করার পথে খেলেছেন ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসটি সাজিয়েছেন ১৩ চার ও ৩ ছক্কায়।</p> <p>আজ ৬৮ রানে দিন শুরু করেছিলেন স্মিথ। ৮ রানে তাকে সঙ্গ দিয়েছেন কামিন্স। আর দলীয় স্কোর ছিল ৬ উইকেটে ৩১১ রান। সেখান থেকে দলকে ৪৭৪ রান এনে দেন স্মিথ। অবশ্য দারুণ অবদান রাখেন ৪৯ রান করা অধিনায়ক কামিন্সও। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ।</p>