<p>দেশে ২০২৫ সালের মধ্যে নির্বাচন না হলে অস্থিরতা আরো বাড়বে বলে আশঙ্কা করেছে বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উভয় দলের মধ্যে লিয়াজোঁ কমিটির বৈঠকে এই শঙ্কা প্রকাশ করেন নেতারা।</p> <p>বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এলডিপির পক্ষে ছিলেন দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কেকিউ স্যাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি।</p> <p>বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এলডিপির সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে স্বাভাবিকভাবে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।</p> <p>রেদোয়ান আহমেদ বলেন, ‘রাষ্ট্র গঠনে বিএনপি যেসব উদ্যোগ গ্রহণ করেছে, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। খুব দ্রুত যাতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’ </p> <p>বৈঠক সূত্রে জানা গেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র রুখতে জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার বিষয়েও আলোচনা করা হয়। এ ছাড়া বৈঠকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার বিষয়ে নেতারা আলোচনা করেন।</p> <p>সূত্র আরো জানায়, আগামী জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে জোট নেতাদের মতামত জানতে চায় বিএনপি। এ সময় মিত্র দলগুলোর নেতারা অভিন্ন সুরে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই ২০২৫ সাল অতিক্রম করতে পারে না। এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে। ফ্যাসিবাদের দোসররা আরো শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে।’</p> <p> </p> <p> </p>