<p>অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী দিনে সুষ্ঠু ও স্বাধীনভাবেই বাংলাদেশে সাংবাদিকতা হবে। নতুন কোনো ফ্যাসিস্ট যেন আর তৈরি না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’</p> <p>গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ আয়োজিত ‘কেমন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম এসব কথা বলেন।</p> <p>তিনি বলেন, শেখ হাসিনার মতো লোক তৈরিতে সাংবাদিকদের ভূমিকা ছিল। শেখ হাসিনার বহু অপকর্মকে সমর্থন দিয়েছেন সাংবাদিকরা।</p> <p>জুলাই আন্দোলনের সময় সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন উল্লেখ করে তাঁদের প্রশংসা করেন শফিকুল। তিনি বলেন, ‘সেফটি না থাকার কারণেই অনেকে নিহত হয়েছেন। যেকোনো জায়গায়ই হোক, বেসিক মানসম্মত একটা বেতন দিতে হবে। বেতন না দিয়ে কার্ড ধরিয়ে দেওয়া গণমাধ্যমের মালিকদেরও বিচারের আওতায় আনা হবে।’</p> <p>বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের আহ্বায়ক ইয়াসির আরাফাতের সভাপতিত্বে আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন শহীদ প্রদীপ কুমার ভৌমিকের ছেলে সুজন কুমার ভৌমিক, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর বাবা মোশাররফ হোসেন হাওলাদার, শাকিল হোসেনের বাবা বেলায়েত হোসেন এবং তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান।</p> <p> </p> <p> </p>