<p>বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ছিল এটি। আর মুক্তির পর দর্শক উন্মাদনাও দেখা গেল তেমন। দক্ষিণ কোরিয়ার সারভাইভাল থ্রিলার ‘স্কুইড গেম’  দ্বিতীয় সিজনেও তুমুল সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ভাগ্যবদল আর মৃত্যুর খেলা নিয়ে আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে এসেছে নেটফ্লিক্সের সেরা এই আবিষ্কার।</p> <p>দ্বিতীয় সিজনে গল্প শুরু হয় প্রথম সিজনের শেষ থেকেই। প্লেয়ার নাম্বার ৪৫৬ আবারও ফিরে আসে ভাগ্য পরীক্ষার মঞ্চে। তবে এবার প্রতিশোধের আগুন নিয়ে। সে কি পারবে জীবনের বিনিময়ে ভাগ্যবদলের এই খেলা বন্ধ করতে? নাকি এবারও মৃত্যুর কোলে ঢলে পড়বে অসংখ্য নিরীহ মানুষ। জানতে হলে দেখতে হবে সিরিজটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে স্বাগতাকে, পাঠানো হলো লিগ্যাল নোটিশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735379618-d40305cfe68fc9fc0577c3ecc5710d6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে স্বাগতাকে, পাঠানো হলো লিগ্যাল নোটিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462297" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735365462-6e42c3fa4aa4a3a36221009b68661fc4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সালমান ঘনিষ্ঠতার কারণেই খুন বাবা সিদ্দিকি, চাঞ্চল্যকর তথ্য পুলিশের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462239" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>দুর্দান্ত থ্রিলার সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকেই সিরিজটির দ্বিতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। আর দর্শকদের সেই প্রত্যাশা পুরন করতে পেরেছে স্কুইড গেম। ৭ পর্বের সিরিজটি তৃতীয় সিজন আসার বার্তা রেখেই শেষ করা হয়েছে।</p> <p>‘স্কুইড গেম’ সিরিজটি ইংরেজি ভাষার সিরিজ না হয়েও কাঁপিয়ে দিয়েছে পুরো পৃথিবী। কোয়ালিটি বজায় থাকলে যে ইংরেজি ভাষার সিরিজ না হয়েও সারাবিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়া যায়, তার অনন্য এক দৃষ্টান্ত এই সিরিজটি।</p> <p><img alt="5" height="225" src="https://dnm.nflximg.net/api/v6/BvVbc2Wxr2w6QuoANoSpJKEIWjQ/AAAAQWLS4T2Ols2k6GIH8688Ukaj_Qv9bGZvyZ64vTJ9IfWp0F5U2YZbbhhnCToa6WDzw18rcfpCdf_gh-cMZ-ozHQiVrV4rqPKzhRf8QzcxiqqCtig6zENsD8qzerdo61eMIQYHvqIONe9zzgDkzRqXHyKs3ZI.jpg?r=1a9" width="400" /></p> <p>২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায়। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখে দর্শকরা। সেই সময় এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। তিন বছর পর এলো এর দ্বিতীয় সিজন। আর দ্বিতীয় সিজনের পোস্টারের ট্যাগলাইন, ‘খেলা শেষ হবে না’। সিজন শেষে দেখা যায়, খেলা সত্যিই শেষ হয়নি। তৃতীয় সিজনের জন্য এবার প্রস্তুত থাকতে হবে দর্শকদের।</p> <p>প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এছাড়া প্রথম সিজনের অনেকেই রয়েছেন দ্বিতীয় সিজনে। সিজনে রয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেকেই। এটি নির্মাণ করেছেন কোরিয়ান লেখক এবং টেলিভিশন প্রযোজক হোয়াং দং-হিউক। ২৬ ডিসেম্বর নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছে সিরিজটি। এদিকে চলছে সিরিজটির তৃতীয় সিজনেরও কাজ। সেটি আগামী বছর মুক্তি পাবে, এমনটাই আশা রাখছেন নির্মাতারা।</p>