<p>ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।</p> <p>শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার উপজেলার ভোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুলের দিকে মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালানো হলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গুলির পর পরই ওই বাজারে একটি ককটেলও বিস্ফোরিত হয়। এ ঘটনায় বাজারটি জনমানবশূন্য হয়ে পড়ে। </p> <p>মনিরুল ইসলাম স্থানীয় চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি কন্যাদহ গ্রামের আফসার উদ্দীনের ছেলে।</p> <p>তিনি দাবি করেন, চাঁদপুর ইউনিয়নের ভোলার মোড়ের একটি দোকানে বসে তিনি চা পান করছিলেন। চা-পান শেষে তিনি ৭ থেকে ৮ জন সঙ্গীসহ বাড়ির উদ্দেশ্যে রওনা করলে মুখে মাস্ক পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।</p> <p>মনিরুল ইসলাম জানান, তিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে কেউ তার ওপর ক্ষুব্ধ হতে পারেন। সেই আক্রোশ থেকে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে।</p> <p>এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, সেখানে পটকা জাতীয় কিছু ফুটতে পারে। চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন জামিন হয়ে পদে ফিরতে চাচ্ছেন। তবে মনিরুল ইসলাম এ নিয়ে তাকে পাত্তা দিচ্ছে না। এমন কিছু থেকে বিষয়টি সাজানো নাটকও হতে পারে। তারপরও তদন্ত করে পুরো বিষয়টি জানা সম্ভব হবে। এদিকে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে শুক্রবার রাতে ভোলার মোড় ও কন্যাদহ গ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  </p>