<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে প্রকাশ্যে এক বিএনপিকর্মীকে গুলির পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। তিনি জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হত্যার শিকার হন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় আসেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। গতকাল দুপুরে তিনি তাঁর বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। ফরজ নামাজ শেষে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওত পেতে থাকা মুখোশ পরা পাঁচ-ছয়জন লোক। এ সময় কবির পায়ে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তাঁকে বাঁ পায়ের রগ ও গলা কেটে হত্যা করেন। এর পরই তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যান। ওই অটোরিকশায়ই ঘটনাস্থলে এসেছিলেন হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে যায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত কবির হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p> </p>