<p>সেবাগ্রহীতারা কল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের পান না—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের আবশ্যিকভাবে কল রিসিভ করার নির্দেশনা দিয়েছে রাজউক। গতকাল শুক্রবার রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহসানুল মামুন একটি অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দেন। তিনি জানান, রাজউকের সভার সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের যাঁদের বরাদ্দ করা টিঅ্যান্ডটি এবং ফোন নম্বর আছে, তাঁদের আবশ্যিকভাবে সেবাগ্রহীতাদের কল রিসিভ করতে হবে। সে অনুযায়ী সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসংক্রান্ত চিঠি রাজউকের সব বিভাগ এবং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।</p>