<p style="text-align:justify">কুষ্টিয়ায় ৫ বছর আগে বিএনপিকর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যার মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক এসপি তানভীর আরাফাত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। </p> <p style="text-align:justify">তানভীর আরাফাত বর্তমানে সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজির দপ্তরে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি তার খুলনার খালিশপুর উপজেলায়। </p> <p style="text-align:justify">মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের বাসিন্দা ইসমাইল মালিথার ছেলে বিএনপি কর্মী সুজন মালিথা (৩২)। আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে পুলিশ ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর সুজন মালিথার পরিবারের লোকজন এ বিষয়ে মামলা করার চেষ্টা করলে বিভিন্ন ভয়ভীতির কারণে তখন মামলা করতে পারেনি।</p> <p style="text-align:justify">আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৯ সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বড় ভাই সুজন হোসেন বাদী হয়ে কুষ্টিয়ার তৎকালীন এসপি তানভীর আরাফাতকে প্রধান আসামি করে ১৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।</p>