সচিবালয়ে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, এ ঘটনায় অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন। তিনি হতাহতের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেন।