আসন্ন ঈদে অনেকটা হুট করে মুক্তি পেতে যাচ্ছে চার বছর আগে শেষ হওয়া ‘অন্তরাত্মা’ সিনেমা। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। টলিউড ছাড়িয়ে তিনি বলিউড, দক্ষিণী এমনকি ভোজপুরী ইন্ডাস্ট্রিতেও কাজ করতে দেখা যায় তাকে। তবে বাংলাদেশি সিনেমায় এবারই তার প্রথম যাত্রা নয়।
আগেও এখানে কাজ করেছেন এই অভিনেত্রী।
গেল সপ্তাহেই অভিনেত্রী জানতে পারেন যে, তার অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি এবারের ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সেন্সর পেরিয়ে অবশেষে মুক্ত হলো সিনেমাটি।
হঠাৎ করে সিনেমাটি মুক্তির বিষয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হলো, এমন প্রশ্নে ভারতের লখনউ থেকে মুঠোফোনে দর্শনা বণিক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা তো ছবিটা শেষ করেছিলাম কয়েক বছর আগে।
ছবিটা কিন্তু ঈদে রিলিজ করার জন্যেই নির্মিত হয়েছি। ২০২২ সালের ঈদে আসার কথা থাকলেও নানা কারণে সেটি আর আসেনি। এখন আসছে।’

প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, ‘যেকোনো ছবি শেষ করার পরপরই কিন্তু রিলিজ দেওয়া উচিত।
এখন পরিচালক-প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছেন এই ঈদে নিয়ে আসার।’
ঈদুল ফিতরে শাকিব খানের আরেকটি ছবি মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। এর মধ্যে হুট করে ‘অন্তরাত্মা’ আসার ঘোষণা। এতে করে কি দর্শক সিনেমাটি দেখতে আগ্রহী হবে বলে মনে করেন, এমন প্রশ্নে দর্শনা বলেন, ‘এই ছবিটা কিন্তু ‘বরবাদ’-এর বিরুদ্ধে নয়। দুটো ছবির গল্প আলাদা, নির্মাণ আলাদা।
যদি একই রকম হতো তাহলে হয়তো একটা বিষয় থাকত। শাকিব খান অনেক বড় মাপের একজন অভিনেতা, পাশাপাশি বাংলাদেশের একজন স্টার। তার অনেক ভক্ত রয়েছেন। আমার কাছে মনে হয়, শাকিবের ভক্তরা তার সিনেমা অবশ্যই দেখবেন। শুধু এই দুটি কেন, আমি চাই দর্শকরা ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখুক।’
কোনো রকম ঘোষণা ছাড়াই কয়েক ঘণ্টার ব্যবধানে সিনেমার টিজার, ট্রেলার উন্মোচন করা হয়েছে। এতে করে দর্শক এবং শাকিব ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই বিষয়টি নজরে এসেছে অভিনেত্রীরও। দর্শনা বণিক বলেন, ‘আমি দেখেছি বিষয়টি। কিছু কিছু জায়গায় নেগেটিভ কমেন্টও দেখতে পেয়েছি। আমি দেখেছি এর আগেও কিন্তু ঈদে শাকিব খানের একসঙ্গে একাধিক সিনেমা রিলিজ করেছে। দর্শকরা সেগুলো দেখেছেনও। যেহেতু সব কিছু হুট করে হয়ে গেছে তাই ভক্তদেরও মন খারাপ করা উচিত নয়। তার দুটো ছবিই দেখুক, আমি চাই।’

শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে আসছেন দর্শনা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ বলে জানালেন। বললেন, ‘খুবই দারুণ অভিজ্ঞতা। শাকিবের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমরা পাবনাতে শুটিং করেছিলাম। এত বড় তারকা হয়েও তার মধ্যে অন্য রকম কিছু দেখিনি। খুব সহযোগিতাপরায়ণ ছিল পুরো সেটে। ভীষণ মজা করে কাজ করেছি তখন।’
সিনেমা মুক্তির পর দর্শনার ইচ্ছে আছে বাংলাদেশে এসে সিনেমাটি দেখার। জানালেন, চেষ্টা চলছে। সুযোগ পেলেই সিনেমাটি দেখতে ঢাকায় আসবেন তিনি।