কিছুদিন আগেই সেলেনা গোমেজ আভাস দিয়েছিলেন, নতুন অ্যালবাম নিয়ে আসছেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে সে অ্যালবাম। সঙ্গে চমক হলো, অ্যালবামটি করেছেন প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে। অ্যালবামের নাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’।
কিছুদিন আগেই সেলেনা গোমেজ আভাস দিয়েছিলেন, নতুন অ্যালবাম নিয়ে আসছেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে সে অ্যালবাম। সঙ্গে চমক হলো, অ্যালবামটি করেছেন প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে। অ্যালবামের নাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’।
অ্যালবামের প্রথম গান ‘ইয়ংগার অ্যান্ড হটার দ্যান মি’ মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এতে সেলেনার সঙ্গে দেখা দিয়েছেন ব্ল্যাঙ্কোও। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে স্পটিফাইতে একটি সাক্ষাৎকার দিয়েছেন যুগল।
অন্যদিকে ব্ল্যাঙ্কো জানান, তিনি শুধু সেলেনার কথা ও চিন্তাভাবনা বোঝার চেষ্টা করতেন, আর সেটাই তুলে ধরেছেন গানে। তাঁর ভাষ্য, ‘মাঝেমধ্যে সেলেনা এমন কিছু কথা বলে ফেলত, যেটা হয়তো সে নিজেও উপলব্ধি করেনি। তবে আমি সেটা টুকে রাখতাম এবং ভাবতাম, এটা তো গানের জন্য অসাধারণ একটি লাইন!’ ব্ল্যাঙ্কো বলেন, ‘এই অ্যালবাম থেকে আমাদের খুব বেশি কিছু চাওয়ার নেই।
সম্পর্কিত খবর
ঈদে জিয়াউল রোশানের ছবি থাকেই, এবারের ঈদ ব্যতিক্রম। কোনো ছবি নেই অভিনেতার। আগেই রোশান জানিয়েছিলেন, অভিনয়ের পাশাপাশি ব্যবসা করবেন। সেই কথা রাখলেন, ঈদকে সামনে রেখে পুরুষদের পোশাক হাউস খুলেছেন।
জানুয়ারিতে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলারটির দ্বিতীয় কিস্তি। এ সপ্তাহে নেটফ্লিক্সে এসেছে ক্রিস্টিয়ান গুদেগাস্টের ছবিটি। ২০০৩ সালে অ্যান্টওয়ার্পে ঘটে ইতিহাসের সবচেয়ে বড় হীরে ডাকাতির ঘটনা। সেই ঘটনার আদলে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, ও-শেনা জ্যাকসন জুনিয়র, এভিন আহমাদ, সালভাতর এসপোসিতো প্রমুখ।
অভিনয়ে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন খান। পরিচালনা শামীম আহমেদ রনি। সকাল ৯টা, এনটিভি
গল্পসূত্র : রাজের দাদা মৃত্যুসজ্জায়। মারা যাওয়ার আগে রাজের বাবাকে বলে যায় দুই হাজার কোটি টাকার হীরা মণি মুক্তার কথা।
তোর জন্য পাগল
রাত ৮টায় আরটিভিতে রয়েছে নির্বাচিত নাটক ‘তোর জন্য পাগল’। রচনা ইউসুফ আলী খোকন, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। তিন বছর আগে কোরবানির ঈদে প্রচারিত নাটকটি আজ আবার প্রচার করবে চ্যানেলটি।
টুমরো টুডে
ডয়েচ ভেলের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজি অনুষ্ঠান ‘টুমরো টুডে’, প্রচারিত হবে রাত ৮টা ৩০ মিনিটে। আজকের বিষয় জলবায়ু পরিবর্তন। ক্রমবর্ধমান উষ্ণায়নের ফলে প্রবল চাপের মুখে পৃথিবীর বাসিন্দারা। কিভাবে গ্রহটির প্রাণীরা এর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, এ নিয়ে গভীর অনুসন্ধান।