বছর দুয়েক আগের ঘটনা। খবর আসে, নন্দিত অভিনেত্রী মেরিল স্ট্রিপের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। আমেরিকান ভাস্কর ডন গামারের সঙ্গে দীর্ঘ ৪৫ বছরের সংসারের ইতি টেনেছেন তিনি। তা-ও আবার ছয় বছর আগে, ২০১৭ সালে।
পঁচাত্তরের প্রেমিকার চুয়াত্তরের প্রেমিক
রংবেরং ডেস্ক

সেই বিরহ-বিচ্ছেদ এখন অতীত। এবার নতুন প্রেমের হাওয়ায় ভাসছেন ‘দ্য ডিয়ার হান্টার’ অভিনেত্রী। মজার ব্যাপার হলো, প্রেমের খবরটাও এলো বিলম্বে।
মেরিল-মার্টিনের প্রেমকে ‘অপ্রত্যাশিত’ মনে করছেন তাঁদের ঘনিষ্ঠজনরা। তাঁদের একজন অবশ্য স্বাভাবিকভাবেই নিয়েছেন। গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা অবাক হয়েছি। মার্টিনের প্রেমে পড়া থেকে নিজেকে আটকাতে পারেননি মেরিল।
দুজনের পরিবার ও বন্ধুরা সানন্দে গ্রহণ করে নিয়েছে নতুন যুগলকে।
উল্লেখ্য, মার্টিন শর্ট বিয়ে করেছিলেন গায়িকা-অভিনেত্রী ন্যানসি ডলম্যানকে। ৩০ বছরের দাম্পত্যের ইতি ঘটে ন্যানসির মৃত্যুতে, ২০১০ সালে। অন্যদিকে মেরিলের প্রথম বিয়ে অভিনেতা জন ক্যাজালের সঙ্গে। অভিনেতার মৃত্যুর [১৯৭৮] পর বিয়ে করেছিলেন ডন গামারকে।
সম্পর্কিত খবর

১৩ বছর পর বালাম ও ন্যানিস
রংবেরং প্রতিবেদক

জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম ও নাজমুন মুনিরা ন্যানিস ২০১২ সালে নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিতে ‘চাঁদ যেমন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের।
দীর্ঘ ১৩ বছর পর এবার কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ছবিতে গেয়েছেন তাঁরা। ‘মায়া মায়া লাগে’ গানটির একটা অংশ এরই মধ্যে ট্রেলারে প্রকাশিত হয়েছে।
ন্যানিস বলেন, ‘জানুয়ারিতে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। রোমান্টিক গানটা সম্পূর্ণ প্রকাশিত হলে সবার ভালো লাগবে।’

অন্তর্জাল
অফিসার অন ডিউটি

২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মালয়ালম ছবি ‘অফিসার অন ডিউটি’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল জিতু আশরাফের ছবিটি। গতকাল এটি এসেছে নেটফ্লিক্সে। রাগি পুলিশ অফিসার হরিশঙ্করের পদাবনতি হয়।

চলচ্চিত্র
তেজী সন্তান

অভিনয়ে মান্না, পপি, বাপ্পারাজ। পরিচালনা রায়হান মুজিক। সকাল ৭টা, দীপ্ত টিভি।
গল্পসূত্র : বাবা-হারা দুই সন্তান আপন ও স্বপনকে নিয়ে ঢাকায় আসে তাদের মা।

টিভি হাইলাইটস

হা-শো
এনটিভিতে রয়েছে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘হা শো’-এর সপ্তম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। এই সিজনে বিচারক হিসেবে আছেন আমিন খান, শবনম ফারিয়া ও তুষার খান। সঞ্চালনায় আবু হেনা রনি।
আ সেন্স অব কমিউনিটি
আল জাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘আ সেন্স অব কমিউনিটি’র নতুন পর্ব। এক নারী অলিম্পিয়ান হত্যার রহস্য উন্মোচনে কেনিয়ার ইতেন শহরে পৌঁছেছে অনুসন্ধানী দল। সেখানে তারা খুঁজে পায় লিঙ্গবৈষম্য ও সহিংসতার খবর।