হিপহপ ইন্ডিয়া ড্যান্স শোয়ের দ্বিতীয় সিজনে বিচারকের আসনে রয়েছেন মালাইকা আরোরা। এবার ১৬ বছর বয়সী এক প্রতিযোগীর ওপরে বেজায় চটেছেন তিনি।
অভিযোগ, নাচের সময় মালাইকাকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করেন ওই কিশোর। এরপরই ফুঁসে ওঠেন মালাইকা।
সরাসরি তার মায়ের ফোন নম্বর চান তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, ওই কিশোরকে তিরস্কার করছেন মালাইকা আরোরা। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আপকে মাম্মীকে ফোন নম্বর দো’
এরপরই বিস্মিত হয়ে ছেলেটি প্রশ্ন করে, ‘কিঁউ?’ মালাইকা তখন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘১৬ সালকা বাচ্চা হ্যায়, ডান্স কার রাহা হ্যায়, সিধা মুঝকো দেখকে। (১৬ বছরের ছেলে, আমায় দেখে দেখে নাচ করছে!)’
ছেলেটি তখন মুচকি হেসে মাথা ঝোঁকান।
মালাইকা বলতে থাকেন, ‘চোখ মারছে। চুমু ছুড়ছে…।’
এদিকে এই ঘটনায় মালাইকা আরোরাকে সমর্থন করেছেন অন্যান্য প্রতিযোগীরা। তাদের একজন বলেন, ‘১৬ বছর বয়স, ওর উচিত এটা মাথায় রাখা, কার সামনে ও কী করছে!’ আরও একজন বলেন, ‘একেবারেই ঠিক ছিল ওকে বকাবকি করা।
ওর বয়স কত, যে এসব করবে!’
সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন, ‘ওর মা কি শো দেখছেন না! পুরোটাই প্রচারের স্বার্থে ইচ্ছে করে বানানো।’ এমন অনেকেই বলেছেন, সব কিছুই হয়েছে প্রচারের স্বার্থে। আবার কেউ কেউ লিখেছেন, ‘ছেলেটি এই বয়সে বড়ই পাকা! এটা এক্কেবারেই ঠিক হয় নি।’ কেউ লিখেছেন, ‘মালাইকা পদক্ষেপ নিয়ে এক্কেবারেই ঠিক করেছেন।’
প্রসঙ্গত, এর আগে বহু শোয়ের বিচারকের আসনে দেখা গেছে মালাইকা আরোরাকে।
২০১০ সালে ‘ঝলক দিখলা জা’ শোয়ের বিচারক ছিলেন তিনি। এছাড়াও ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ শোতে বিচারক প্যানেলে রয়েছেন তিনি। আবার তিনি ২০১৯ সালে এমটিভি ‘সুপারমডেল অব দ্য ইয়ার’-এর বিচারক এবং উপস্থাপকও ছিলেন। আবার ২০২০ সালে ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’ শোয়ের বিচারক ছিলেন তিনি।