বগুড়ায় প্রায় ২৬ বছর পর বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখায় নেতৃত্বে পরিবর্তন হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মেসার্স এম আর টেডার্স (গাবতলী)-এর স্বত্বাধিকারী মোর্শেদ মিল্টনকে সভাপতি ও শাজাহানপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা মেসার্স এইচ এস টেডার্স (শাজাহানপুর)-এর স্বত্বাধিকারী এনামুল হক এনামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বগুড়া ইউনিটের অফিস সচিব তাহেরুল ইসলাম তাহের আনুষ্ঠানিকভাবে দৈনিক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস সচিব জানান, এখানে নিয়ম অনুযায়ী প্রত্যেক দুই বছর পর পর নির্বাচন (সম্মেলন) হয়ে থাকে। এরই ধারবাহিকতায় ২২ মার্চ বিকেলে জেলা শহরের তিন মাথা রেলগেট সংলগ্ন পালশায় নিজস্ব ভবনে ১৬৩ জন ভোটারের মধ্যে ১০৩ জন ভোটারের উপস্থিতিতে এই সম্মেলন (সাধারণ সভা) অনুষ্ঠিত হয়। তবে রেজুলেশন ও ভোট প্রক্রিয়া সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।
সংগঠনের অন্যান্য কার্যক্রম শেষে নির্বাচনের জন্য উপস্থিত সদস্যরা তাদের কাঙ্ক্ষিত পদসহ প্রার্থীতা ঘোষণা করেন।
এতে সভাপতি পদে প্রথম অবস্থায় মাহফুজ সিদ্দিক লিটন প্রার্থীতা ঘোষণা করলেও পরে মোর্শেদ মিল্টনকে সমর্থন দিয়ে তা প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত মোর্শেদ মিল্টন ছাড়া অন্য কেউ প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে এনামুল হক এনাম, মো. আলমগীর, আব্দুস সুবহান জিন্নাহ, নাজমুল পারভেজ কনক, আবুল বাশার, শফিকুল ইসলাম, একরাম হোসেন, আব্দুল হাকিমসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অবশেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে প্রার্থীরা তাদের নিজেদের মধ্যে ভোট করেন।
শর্ত থাকে কোনো প্রার্থী তার নিজেকে ভোট দিতে পারবেন না। ভোট গণনা শেষে এনামুল হক এনাম এক ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি মোর্শেদ মিল্টন ও সাধারণ সম্পাদক এনামুল হক এনাম জানান, অতীতে যারা সংগঠনে স্বৈরাচারী মনোভাব প্রকাশসহ ক্ষমতার অবৈধ দাপট দেখিয়েছে, তাদের বাদ দিয়ে অন্য সকল সার ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করবো। সর্বোপরি কোনোরকম সার সংকট ছাড়াই এ অঞ্চলের কৃষকরা যেন স্বাচ্ছন্দ্যে তাদের কৃষিকাজ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করবো।
প্রসঙ্গত, নতুন দায়িত্বপ্রাপ্তরা আগামী ২০২৫-২০২৭ খ্রিস্টাব্দ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।