আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক এমপির ছোট ভাই গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক এমপির ছোট ভাই গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

নাশকতা মামলায় বগুড়া-৩ আসনের সাবেক এমপি খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ছোট ভাই শহিদুল্লাহ আল মেহেদী আপনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আপন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে।

গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শিবপুর এলাকা থেকে আওয়ামী লীগ কর্মী ও সাবেক এমপির ছোট ভাই শহিদুল্লাহ আল মেহেদী আপনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
ইনস্টাগ্রামে রিল বানিয়ে গ্রেপ্তার দুই অভিনেতা

ইনস্টাগ্রামে রিল বানিয়ে গ্রেপ্তার দুই অভিনেতা

 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের কর্মী আপনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই গণধোলাই’

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই গণধোলাই’
ছবি: কালের কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, বিগত দিনে শুনেছি কুমিল্লা আওয়ামী সন্ত্রাসীদের ঘাঁটি। কিন্তু আমরা বলতে চাই, কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ, সেখানেই গণধোলাই। আওয়ামী লীগকে যেখানে পাবেন, সেখানে গণধোলাই দিয়ে জেলে ভরে দেবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর।

 

শুক্রবার (২৮ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
দেশকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে : ধর্ম উপদেষ্টা

দেশকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে : ধর্ম উপদেষ্টা

 

এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এখন জুলাই বিপ্লবকে স্বীকার করতে চাচ্ছে না। এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে না। তারা বলছে এটা নাকি  বিল্পবই হয়নি।

আপনারা আমাদের সহযোগী ছিলেন। এতোদিন মজলুম ছিলেন। আপনারা যদি এখন মজলুম থেকে জালিমে রূপান্তর হতে চান, আমরা আপনাদের আওয়ামী লীগের মতোই পরাজিত করে ছাড়বো। 

অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জুলাইয়ের প্রতিটি শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।

আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করুন। সেকেন্ড রিপাবলিক (স্বাধীনতা) ঘোষণা করুন। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে। এখনো খেলার চেষ্টা চলছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে দিতে হবে।
যদি এর ব্যতিক্রম হয় জুলাই আন্দোলনের মহানায়করা আবারও রাজপথে বুকের তাজা রক্ত দিতে নেমে আসবে।

আরো পড়ুন
দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন : আমীর খসরু

দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন : আমীর খসরু

 

ইফতার মাহফিল শেষে এনসিপির নেতারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।

মন্তব্য

কলারোয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
কলারোয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহিম গাজীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুশোডাঙ্গা এলাকা থেকে ইব্রাহীমকে আটক করা হয়। তিনি মোসলেম গাজীর ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, শিশুকে বিশ টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহীম। শিশুটির আর্তচিৎকার শুনে উদ্ধার করে স্থানীয়রা।

আরো পড়ুন
দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন : আমীর খসরু

দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন : আমীর খসরু

তিনি জানান, রাত ১১টার দিকে ইব্রাহিমকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেন তিনি।

মন্তব্য

দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন। দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে, সরকার গঠন করবে।

শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
ফের বাড়ল সোনার দাম

ফের বাড়ল সোনার দাম

 

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনার সুরে যারা বলছেন—আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করবো, আমরা বাংলাদেশে বিনোয়েগের ব্যবস্থা করছি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে।

আপনাদের ভোটের দরকার কি। নির্বাচনের দরকার কি। আমি তো দেশের উন্নয়ন করতেছি। আপনাদের জন্য কাজ করতেছি।
এই কাজ করতেছি, সেই কাজ করতেছি। এসব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা করে নিয়েছিল। ভোটাধিকার কড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন যেন বাজতে শুরু করেছে, যে আমরা এটা-সেটা করছি। আমরা চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না।
এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি এটা আপনাদের দায়িত্ব না। এটার দায়িত্ব আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এটা তাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না।’

আরো পড়ুন
নতুন সংবিধান প্রণয়ন করতে হবে : আখতার

নতুন সংবিধান প্রণয়ন করতে হবে : আখতার

 

তিনি বলেন, ‘সকলকে ধারণ করতে হবে নতুন বাংলাদেশকে। মানুষের নতুন প্রত্যাশাকে নতুন আকাঙ্খাকে পূরণ করতে হবে। সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য যে সংগ্রাম সেই সংগ্রাম শেষ হয়নি। সেই সংগ্রাম শেষ হবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। মালিকানা ফিরেয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা। যারা জনগণের নিকট দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার গণতাতিন্ত্রক অর্ডার ফিরিয়ে আনা। সেই গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনজগতে যে বিশাল পরির্বতন এসেছে। এটাকে রাজনীতিবিদদের ধারণ করতে হবে, সাংবাদিকদের ধারণ করতে হবে। শেখ হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের যে আকাঙ্খা, প্রত্যাশা, সেই প্রত্যাশা আমি নিশ্চিত সাংবাদিক ভাইবোনেরা তা পালন করবেন। বিগত দিনে বাংলাদেশকে যে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য যে নতুন রাজনীতি শুরু হয়েছে, সেই নতুন রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন চিন্তা করার জন্য, নতুন প্রত্যাশা পূরণ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। এটা রাজনীতির জন্যও প্রযোজ্য।’

মন্তব্য

ডোবা থেকে উদ্ধার করা সেই হাতির মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ডোবা থেকে উদ্ধার করা সেই হাতির মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ২২ দিন আগে ডোবা থেকে উদ্ধার করা সেই হাতিটি মারা গেছে। শুক্রবার (২৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। 

বনবিভাগ জানায়, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গহিন অরণ্যের বাইশ্যার জুম এলাকার ডোবায় হাতিটি আটকা ছিল।  ৪০ বছর বয়সী হাতিটি ডোবায় আটকে পড়ায় তার বিভিন্ন অঙ্গ-পতঙ্গ অবশ হয়ে যায়।

গত ৭ মার্চ থেকে শুক্রবার ২৮ মার্চ দুপুর পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে সাধ্যমতো চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু হাতিটি বাচানো সম্ভব হয়নি।  

স্থানীয় বাসিন্দারা জানান, হাতিটি উদ্ধারের ৪/৫ দিন আগে থেকেই এলাকাবাসী ও বন বিভাগের অজান্তে কাদায় আটকে থাকায় খাদ্য সংকট ও শারীর দুর্বলতায় অবশ হয়ে পড়েছে হাতিটি শরীর।

বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘হাতিটি অনেক চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টায় মারা যাবার পর গহীন অরণ্যে ময়না তদন্ত করা সম্ভব হয়নি। শনিবার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে হাতিটির ময়না তদন্তের পর মাটি চাপা দেয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ