বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন। দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে, সরকার গঠন করবে।
’
শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনার সুরে যারা বলছেন—আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করবো, আমরা বাংলাদেশে বিনোয়েগের ব্যবস্থা করছি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে।
আপনাদের ভোটের দরকার কি। নির্বাচনের দরকার কি। আমি তো দেশের উন্নয়ন করতেছি। আপনাদের জন্য কাজ করতেছি। এই কাজ করতেছি, সেই কাজ করতেছি। এসব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা করে নিয়েছিল। ভোটাধিকার কড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন যেন বাজতে শুরু করেছে, যে আমরা এটা-সেটা করছি। আমরা চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না। এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি এটা আপনাদের দায়িত্ব না। এটার দায়িত্ব আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এটা তাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না।’
আরো পড়ুন
নতুন সংবিধান প্রণয়ন করতে হবে : আখতার
তিনি বলেন, ‘সকলকে ধারণ করতে হবে নতুন বাংলাদেশকে। মানুষের নতুন প্রত্যাশাকে নতুন আকাঙ্খাকে পূরণ করতে হবে। সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য যে সংগ্রাম সেই সংগ্রাম শেষ হয়নি। সেই সংগ্রাম শেষ হবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। মালিকানা ফিরেয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা। যারা জনগণের নিকট দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার গণতাতিন্ত্রক অর্ডার ফিরিয়ে আনা। সেই গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনজগতে যে বিশাল পরির্বতন এসেছে। এটাকে রাজনীতিবিদদের ধারণ করতে হবে, সাংবাদিকদের ধারণ করতে হবে। শেখ হাসিনা পলায়ন পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের যে আকাঙ্খা, প্রত্যাশা, সেই প্রত্যাশা আমি নিশ্চিত সাংবাদিক ভাইবোনেরা তা পালন করবেন। বিগত দিনে বাংলাদেশকে যে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য যে নতুন রাজনীতি শুরু হয়েছে, সেই নতুন রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন চিন্তা করার জন্য, নতুন প্রত্যাশা পূরণ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। এটা রাজনীতির জন্যও প্রযোজ্য।’