রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়াতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বেলপুকুর রেলগেটে এলাকায় বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে ‘হোটেল ভিশন আবাসিকে’ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে অভিযান চালানো হয়। 

এ সময় ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড, মাদক সেবনের দায়ে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ভিশন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাদের।

প্রাসঙ্গিক
মন্তব্য

গাজীপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রীর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরে বাসচাপায় এক ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ রবিবার (৩০ মার্চ) সকালে মহানগরীর কোনাবাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল ইসলাম জানান, তাকওয়া পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে পৌঁছলে একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায়।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

 

তিনি আরো জানান, এ ঘটনায় আহত তিন যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মধ্যবয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসটি আটক করা হয়েছে।

মন্তব্য

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদ উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদ উদযাপন
ছবি : কালের কণ্ঠ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬ গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। রবিবার  (৩০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদসহ পৃথক চার স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এ নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও জামাতে অংশগ্রহণ করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রাম গ্রামের প্রায় চার শতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন।

এতে বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন হবে। কিন্তু সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১৬ গ্রামের প্রায় ৪ শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করে। তারই ধারাবাহিকতায় রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

 

এ ব্যাপারে ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা শুরু করি আমরা। তাই ওই সব দেশের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ এবং ঈদ আনন্দ উৎসব করে থাকি। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। মধ্যপ্রাচ্যের চন্দ্র উদয়ের পুরো এক দিন পর বাংলাদেশে ঈদের নামাজ আদায় করা হয়।

তাই আমরা এক দিন আগে রোজা শুরু করি এবং এক দিন আগে ঈদ উৎসব পালন করে আসছি। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামের মানুষ রমজানের রোজা ও ঈদের নামাজ আদায় করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পঞ্চপীর, বনগ্রাম, উচ্চ গ্রাম ও বলার দিয়ার দক্ষিণ পাড়া এলাকায় পৃথক চার স্থানে ঈদের নামাজ আদায় করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
ছবি: কালের কণ্ঠ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬ গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন।

আজ রবিবার (৩০ মার্চ) সকালে সরিষাবাড়ি পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদসহ পৃথক চার স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এ নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও জামাতে অংশগ্রহণ করেন।

জানা যায়, উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রাম গ্রামের প্রায় ৪ শতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন।

এতে বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের পুরস্কার ‘ব্যক্তিগতভাবে’ প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

যুক্তরাষ্ট্রের পুরস্কার ‘ব্যক্তিগতভাবে’ প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

 

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারা দেশে সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন হবে। কিন্তু সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১৬ গ্রামে প্রায় ৪ শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করেন। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, ‘সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমযানের রোজা শুরু করি আমরা। তাই ওই সব দেশের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ এবং ঈদ আনন্দ উৎসব করে থাকি। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। মধ্যপ্রাচ্যের চন্দ্র উদয়ের পুরো একদিন পর বাংলাদেশে ঈদের নামাজ আদায় করা হয়।

তাই আমরা একদিন আগে রোজা শুরু করি এবং একদিন আগে ঈদ উৎসব পালন করে আসছি।’

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে এ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামের মানুষ রমযানের রোজা ও ঈদের নামাজ আদায় করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে পঞ্চপীর, বনগ্রাম, উচ্চ গ্রাম ও বলার দিয়ার দক্ষিণ পাড়া এলাকায় পৃথক চার স্থানে ঈদের নামাজ আদায় করেন।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ