একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরছেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় নেই তিনি। এবার ওস্তাদ জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত ‘ডিজিটাল প্রেম’ ছবিতে অভিনয় দিয়ে বড় পর্দায় ফিরবেন রাকা। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ফিরছেন রাকা।
তার পরিচালনায় প্রথম চলচ্চিত্রের নাম ‘অন্তরে বাহিরে’। এ চলচ্চিত্রে অভিনয় করবেন একজোড়া নতুন মুখ।
দীর্ঘদিন পর পর্দায় ফেরা ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বললেন এ অভিনেত্রী। দীর্ঘ সময় পর আবারও ক্যামেরায় ব্যস্ত সময় পার করছেন জানিয়ে রাকা বলেন, ‘এই মুহুর্তে নিজের ছবি দুটি নিয়ে ব্যস্ত রয়েছি।
একটিতে অভিনয় করছি। ওস্তাদ জাহাঙ্গীরের পরিচালনায় ‘ডিজিটাল প্রেম’। আরেকটি নিজেই পরিচালনা করছি। আমার প্রথম পরিচালনা, সিনেমার নাম রেখেছি ‘অন্তরে বাহিরে’।
ওস্তাদ জাহাঙ্গীর অভিনয় করবেন। এটি একটি মার্শাল আর্ট নির্ভর সিনেমা হতে যাচ্ছে। এতে থাকবেন অ্যাকশন হিরো রুবেল, আলেকজেন্ডার বো’র মতো অভিনেতা। এছাড়াও নতুন প্রজন্মের জনপ্রিয় তারকাদেরও দেখা যাবে। ঈদের পর শুটিং শুরু করবো।
’
আরো পড়ুন
‘জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার
দীর্ঘ এক যুগের বেশি পর্দার বাইরে ছিলেন। এই সময়টায় কি নিয়ে ব্যস্ত ছিলেন জানতে চাইলে অভিনেত্রী কালের কণ্ঠকে বলেন, ‘গত কয়েক বছর পরিবারকে সময় দিয়েছি। সন্তান দুটি ছোট ছিল। তাদের লালন পালনেই সময় দিয়েছি। এছাড়া ব্যবসা নিয়েও ব্যস্ত ছিলাম। ‘ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট’ নামক একটি রিসোর্ট রয়েছে আমাদের। কক্সবাজারের পরিচিত একটি রিসোর্ট। এর পেছনেই সময় দিয়েছি। এখনও নিয়মিত ব্যবসা দেখাশোনা করতে হয়। সেই সঙ্গে পরিবারকে সময় দেই।’
মাসুকা নাসরীন রাকা
আবারও অভিনয়ে ফেরা প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘অভিনয় আমার ভালোবাসার জায়গা। আমি এটি ধারণ করি। তাই ফিরছি পর্দায়। ক্যামেরার বাইরে থাকলেও অপেক্ষায় ছিলাম কবে ফিরবো। পরিবারের দায়িত্বের ভিড়ে অনেক কিছু থেকেই সরে আসতে হয়েছে। এখন দুই ছেলে বড় হয়েছে। বড় ছেলে কলেজে পড়ে আর ছোট ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে। লেখাপড়ার পাশাপাশি মার্শাল আর্টেও তারা দক্ষ। সবমিলিয়ে এখন কিছুটা নিজেকে মুক্ত করতে পেরেছি। তাই আবারও ক্যামেরায় ফেরার সিদ্ধান্ত। সন্তানদের জন্য দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় আর পরিচালনাতেও আমি নিয়মিত হবো।’
চলমান প্রজেক্ট ছাড়া হাতে অন্য কোনো নতুন কাজ রয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এখন আমি নিজের সিনেমাগুলো নিয়েই ব্যস্ত। বিশেষ করে প্রথম পরিচালিত সিনেমাটিতে ফোকাস রাখছি। এতোদিন পর ফিরছি। আমার কাজ দেখে নির্মাতারা আমাকে নিয়ে নতুন করে ভাবলে কাজের প্রস্তাব আসবে। সেভাবেই আগাবো।’
আরো পড়ুন
মানবিক গুণের কখনোই মৃত্যু হয় না : হানিফ সংকেত
চিত্রনায়িকা রাকা ১৯৯১ সালে মমতাজ উদ্দিন আহমেদের থিয়েটার (আরামবাগ) এর মাধ্যমে গ্রুপ থিয়েটারভিত্তিক নাট্য চর্চায় যুক্ত হন। থিয়েটারের প্রযোজনা সাতঘাটের কানাকড়ি, কাজী নজরুল ইসলামের রাক্ষসী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা ও রূপভান নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক নাটক তথাপি, মাটির মায়া, আপন নিবাস, অতন্ত্র প্রহরী নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বিটিভির সাপ্তাহিক নাটক আমরা দুটি ভাই কোথাও ক্ষরণসহ অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া বেশকিছু প্যাকেজ নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় মার্শাল আর্ট ভিত্তিক অনুষ্ঠানেও নিয়মিত অংশগ্রহণ করেন।
বরেণ্য চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলীর ‘আমি নারী’ ছবির মাধ্যমে নব্বই দশকে প্রথমে চলচ্চিত্রে সম্পৃক্ত হন রাকা। ১৯৯৭ সালে ওস্তাদ জাহাঙ্গীর আলম এর ‘সুন্দরী মিস বাংলাদেশ’ চলচ্চিত্রের মাধ্যমে বানিজ্যিক চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন রাকা। সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রে রাকার বিপরিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর রাকা অভিনয় করেন কুংফু নায়ক, পেশাদার খুনী, নীল নকসা, ওস্তাদ এর ওস্তাদ, ডাইরেক্ট এ্যাকশন, জলন্ত বিস্ফোরন, লাল চোখ, লোহার শিকল, মরন নিশান, ক্যাপ্টেন মারুফ, পিতা পুত্রের গল্প, অশান্ত ভালোবাসাসহ অনেক চলচ্চিত্রে। এসকল চলচ্চিত্রে চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকার বিপরীতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, রুবেল, ওস্তাদ জাহাঙ্গীর আলম, কাজী মারুফ, আসাদুজ্জান নূর, আলেকজান্ডার বো প্রমূখ।
তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ণ। কিছুদিন আগে তার ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, এটি প্রাইভেট অডিশনের সময়ে ধারণ করা। কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে।
খবর আনন্দবাজারের
ভিডিওটি ফাঁস হওয়ার পর এতদিন চুপ ছিলেন শ্রুতি তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি।
আরো পড়ুন
দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
শ্রুতি বলেন, এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি।
বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরো খারাপ করে তুলছেন।
অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগরে শ্রুতি বলেন, ‘আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সব কিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তার পরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।’
আরো পড়ুন
ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া
তামিল টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রুতি।
‘সিরাগাড়িকা আসাই’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। এটি স্টার বিজয় এবং জিওহটস্টারে প্রচার হয়।
শবনম বুবলীকে বলা হয় উৎসবের নায়িকা। অভিষেকের পর থেকেই ঈদ উৎসবে ডাবল সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন তিনি। মাঝে ছন্দঃপতন হলেও আবারও ফিরেছেন স্বমহিমায়।
এবার ঈদ উৎসবেও দুই সিনেমা নিয়ে আসছেন তিনি।
এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলীর ‘জংলি’ সিনেমা। এদিকে ‘পিনিক’ নামে আরেকটি ছবি মুক্তির কথা থাকলেও অবশেষে তা পিছিয়েছে।
তবে বুবলীর ডাবল ঈদ মিস হচ্ছে না কোনোভাবেই। প্রেক্ষাগৃহের পাশাপাশি এবার এই নায়িকা থাকছেন ওটিটিতেও।
এ মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে তার আরেক সিনেমা ‘ছায়া’। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী।
বুবলী অভিনীত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম।
এ তে তিনি জুটি হয়েছেন সিয়াম আহমেদের সঙ্গে। অন্যদিকে ‘ছায়া’ সিনেমাতে দুই শিশুশিল্পী ও বুবলী ছাড়াও রয়েছেন পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন এটি আইস্ক্রিনে মুক্তি পাবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সংগীতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন পপ তারকা মিলা। সদ্য শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি।
এমন একটি আয়োজনে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই পপ তারকা। এটি তার ক্যারিয়ারে একটি নতুন অভিজ্ঞতা যোগ করেছে বলে মনে করেন।
কালের কণ্ঠকে মিলা ইসলাম বলেন, ‘এ ধরনের কর্মশালায় আমি আগে এভাবে কখনো অংশ নিইনি। এটা আমার জন্য একদমই অন্য রকম একটা অভিজ্ঞতা, খুবই চমৎকার। তিন দিন খুবই দারুণ সময়ে কেটেছে আমার।’
কর্মশালা প্রসঙ্গে এই গায়িকা আরো বলেন, ‘এই কর্মশালার আয়োজনটা মূলত শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ স্থাপন করার জন্য।
দর্শকের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমি যা শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই তাদের সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে তাদের সম্মাননাও দেওয়া হয়েছে।’
মিলা এখন ব্যস্ত রয়েছেন তার নতুন গান নিয়ে।
ইতিমধ্যে বেশ কিছু গান রেকর্ড করেছেন, যা শিগগিরই প্রকাশ করবেন বলে জানান।
এ ছাড়া সম্প্রতি দীর্ঘদিন পর প্লেব্যাক করেছেন। ‘ইনসাফ’ সিনেমার একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন মিলা। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে সাত বছরের বিরতি ভেঙেছেন তিনি।
উৎসব মানেই যেন সিএমভির তারকাখচিত আয়োজন। ঈদ হলে তো সেই আয়োজনে যোগ হয় বাড়তি মাত্রা। বরাবরের মতো এবারের ঈদেও জমকালো আয়োজন রয়েছে এই ব্যানারে।
এবার মোট ১৩টি বিশেষ নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব টিভি তারকা।
যার মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী, জোভান, তটিনী, তৌসিফ, নীহা, মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান, মীর রাব্বি, কেয়া পায়েল, ফারুক আহমেদ, স্পর্শিয়া, ইয়াশ রোহান, সাফা কবিরসহ অনেকেই।
এর মধ্যে উৎসবের শুরুটা হবে চাঁদরাতে সজীব খান নির্মিত ‘প্রেম ভাই’ নাটকের মাধ্যমে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তটিনী ও ফারুক আহমেদ। ঈদের দিন মুক্তি পাবে আলোচিত নাটক ‘বাজি’।
তৌফিকুল ইসলামের নির্মাণে নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান , কেয়া পায়েল ও মীর রাব্বি।
সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে টানা ১৫ দিন নাটকগুলো উন্মুক্ত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
এই তালিকায় আরো থাকছে মহিদুল মহিমের ‘ফিরে দেখা’, অভিনয়ে জোভান ও তটিনী। হাসিব হাসান রাখির ‘মন দিওয়ানা’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী।
শিহাব শাহীনের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। মাহমুদ মাহিনের ‘প্রিয় প্রিয়সিনী’, অভিনয়ে জোভান ও তটিনী। এ কে পরাগের ‘লাইজু’, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান ও শরাফ আহমেদ জীবন।
থাকছে মাহমুদ মাহিনের ‘শেষটা তুমি’, অভিনয়ে ফারহান ও স্পর্শিয়া। প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল।
রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী। আবুল খায়ের চাঁদের ‘তুমি যাকে ভালোবাসো’, অভিনয়ে জোভান, কেয়া পায়েল ও কিংকর আহসান। ইমরোজ শাওনের ‘ব্রেকিং নিউজ’, অভিনয়ে তৌসিফ ও তটিনী। ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে জোভান-মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’, এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী।
আরো থাকছে মাসরিকুল আলমের ‘মেঘের বৃষ্টি’, অভিনয়ে জোভান ও নিহা। এ কে পরাগের ‘হাউ কাউ’, অভিনয়ে ফারহান ও সাফা কবির।
এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘বলতে পারেন গোটা বছর ধরেই আমরা ঈদের গল্পগুলো সাজাতে থাকি। যেন ঈদ উৎসবে দর্শকদের দারুণ সব নাটক উপহার দিতে পারি। সেই ধারাবাহিকতা এবারও থাকছে। মোট ১৫টি প্রজেক্ট এবার আমরা তৈরি করেছি। যেখানে দেশের প্রায় সব তারকা শিল্পী, নির্মাতা ও চিত্রনাট্যকারের মেলবন্ধন ঘটেছে। আশা করছি, আমাদের এই কাজগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে।’