চীনে বোয়াও সম্মেলনে কাল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চীনে বোয়াও সম্মেলনে কাল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বক্তব্য দেবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন বলে তার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।

লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই অধিবেশনে বক্তব্য করবেন।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

অধ্যাপক ইউনূস আজ চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইনসে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত এবং চীনের বড় বড় কম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

২৯ মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে আলোচনা করবেন, যাতে তারা যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ এবং হাসপাতাল স্থাপনের জন্য উৎসাহিত হয়।

প্রধান উপদেষ্টার আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি : উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি : উপদেষ্টা
সংগৃহীত ছবি

অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রবিবার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, আপনারা সবাই জানেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে যে এবারের ঈদযাত্রা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে স্বস্তির হয়েছে। অতীতে কখনও এত সহজে ঈদযাত্রা হয়নি।

এটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে।

আরো পড়ুন
বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

বান্ডিল বান্ডিল টাকা বিতরণ ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

 

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রমিক এবং মালিক অসাধারণ একটা কাজ করেছে।

আমরা বলেছি, যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা করতে পারব না। তারা পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা
ফাইল ছবি

জাতির উদ্দেশে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার বিকেলে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি জাতির মঙ্গল কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে।

সবাইকে আনন্দঘন মুহূর্তে দেশের উন্নতি ও কল্যাণে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘ঈদ আমাদের শিক্ষায় উদ্বুদ্ধ করুক, যাতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারি।’

তিনি আরো বলেন, ‘এ ঈদ আমাদের মাঝে আরো গভীর ভালোবাসা ও সহযোগিতার সূচনা ঘটাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

আসুন, আমরা একসঙ্গে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’

তিনি বলেন, ‘ঈদের জামাতে সবাই যেন দল-মত-নির্বিশেষে পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন সে জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গত দুই দিনে (২৮-২৯ মার্চ) রাজধানী ছেড়েছেন প্রায় ৪১ লাখের মতো মুঠোফোন সিমধারী। 

রবিবার (৩০ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান। এ হিসাবে এ সময়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আরো বেশি হবে।

সিমধারী বলতে একেকজন মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)।

তাদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে, যারা মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন। গত দুই দিনে ঢাকায় প্রবেশ করা মুঠোফোন সিমধারীর সংখ্যা ১২ লাখের বেশি।

অপারেটরদের সূত্রে জানা গেছে, গত দুই দিনের মধ্যে সবচেয়ে বেশি মুঠোফোন সিমধারী ঢাকা ছেড়েছেন গতকাল ২৯ মার্চ, ২১ লাখের বেশি।

২৮ মার্চ ঢাকা ছেড়েছেন প্রায় ১৯ লাখ মুঠোফোন সিমধারী।

মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ মুঠোফোন সিমধারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছে ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিমধারী, আর ২৯ মার্চ ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিমধারী।

গত ২৮ মার্চ থেকে শুরু হয়েছে টানা নয়দিনের সরকারি ছুটি।

২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ৩১ মার্চ বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই প্রবল।

প্রাসঙ্গিক
মন্তব্য

ট্রেনে শিডিউল বিপর্যয় নেই, ঈদের শেষ যাত্রায়ও স্বস্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রেনে শিডিউল বিপর্যয় নেই, ঈদের শেষ যাত্রায়ও স্বস্তি
ছবি : কালের কণ্ঠ

ঈদ যাত্রার শেষ দিন আজ রবিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনের যাত্রীর ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের মতো আজও হাজারো ঘরমুখো যাত্রী ঢাকা ছাড়ছেন। স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। 

স্টেশনে গিয়ে দেখা গেছে, যাত্রীদের উপচেপড়া ভিড়।

কেউ কেউ প্লাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যের ট্রেনের জন্য। আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেসব ট্রেন ইতোমধ্যে যাত্রীতে ঠাসা হয়ে গেছে। প্রায় প্রতিটি কোচে যেন পা ফেলার জায়গা নেই।

কমলাপুর রেলস্টেশনে কথা হয় জামালপুর এক্সপ্রেসের যাত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে।

তিনি বলেন, ট্রেন সময়মতো ছাড়ায় এবং টিকিটবিহীন যাত্রী না থাকায় ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে।

আরো পড়ুন
ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

 

এদিকে কমলাপুর স্টেশনে যাত্রীরা এবারের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। ট্রেনের শিডিউল মেনে চলার বিষয়টি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। রেল কর্তৃপক্ষও আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা সফল হবেন।

সোহাগ ভুইয়া নামে আরেক যাত্রী বলেন, ব্যবস্থাপনা দেখে বুঝা যাচ্ছে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। রেলওয়ের পরিকল্পনা ও যাত্রীসেবার মান ঠিক আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ মার্চ ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ঈদ যাত্রার প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস। এ দিন সকাল থেকে কোনো ভোগান্তি ছাড়াই বেশ নির্বিঘ্নে ট্রেনে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। তবে সঠিক সময়ে প্ল্যাটফর্ম না পাওয়ায় দেরি করে ছেড়ে গেছে বুড়িমারী এক্সপ্রেস ও এগারোসিন্ধুর প্রভাতী।

বাকি ট্রেনগুলোগুলো সঠিক সময় প্ল্যাটফর্ম ছাড়ে।

আরো পড়ুন
ঝিনাইদহে দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছো বাঘ

ঝিনাইদহে দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছো বাঘ

 

জানা গেছে, গতকাল শনিবার ভোর পৌনে ৫টা বেলা ১১টা পর্যন্ত ২২টি ট্রেন পূর্ব নির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যায়। এর মধ্যে রয়েছে বলাকা, তুরাগ এক্সপ্রেস, জয়দেবপুর কমিউনিটার, দেওয়ানগঞ্জ, ধূমকেতু, পর্যটক এক্সপ্রেস, পারাবত, নীলসাগর, সোনার বাংলা, সৈয়দপুর, তিশা, মহানগর প্রভাতী, সুনাদরবন, মহুয়া, বুড়িমারী, কর্ণফুলী, রংপুর, কিশোরগঞ্জ, জামালপুর এক্সপ্রেস, একোতা ও রুপসী বাংলা এক্সপ্রেসসহ মোট ২৩টি ট্রেন। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১২০টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন চলছে। এ ছাড়া লোকাল, কমিউটার ও মেইল ট্রেন স্বাভাবিকভাবে চলছে। পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখতে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নয়টি ট্রেনের বিমানবন্দর স্টেশনের যাত্রাবিরতি বাতিল করা হয়। ঢাকামুখী ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে টিকিট ইস্যু বন্ধ রাখা হয়েছে। 

আরো পড়ুন
ঝিনাইদহে দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছো বাঘ

ঝিনাইদহে দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছো বাঘ

 

কঠোর নিরাপত্তা বলয় 
ঈদে মানুষজন যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথম স্তরে ২৪টি টহল কার্যক্রম চালানো হবে। দ্বিতীয় স্তরে ছিনতাইকারী ও মলমপার্টির হাত থেকে রক্ষা করতে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা কাজ করছেন। তৃতীয় স্তরে মোবাইল স্ট্রাইকিং কোর্ট রয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

সূত্র আরো জানায়, প্রথম স্তরে বাসস্ট্যান্ড বা যেসব জনবহুল শপিং সেন্টার আছে, সেসব স্থানগুলোতে এবং এর আশপাশে ২৪টি পেট্রোল টিম টহল কার্যক্রম পরিচালনা করছে।  দ্বিতীয় স্তরে বাসস্ট্যান্ড বা অন্যান্য যেসব শপিং সেন্টার আছে, যেখানে ছিনতাই বা অজ্ঞান পার্টি বা মলমপার্টি এ ধরনের চক্রগুলো সক্রিয়, সেসব এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা যেকোনো ধরনের তথ্য পেলে প্রাথমিকভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরো পড়ুন
আকাশ পথে ঈদযাত্রায় ভিন্ন চিত্র

আকাশ পথে ঈদযাত্রায় ভিন্ন চিত্র

 

তৃতীয় পর্যায়ে স্ট্রাইকিং মোবাইল রিজার্ভ রয়েছে, যেখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোনো স্থানে যদি অনিয়মের অভিযোগ পাওয়া যায়, বেশি ভাড়া আদায় করা ও চাঁদাবাজির কোনো সিন্ডিকেট যদি শনাক্ত করা যায়, অথবা অন্যকোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে স্ট্রাইকিং ফোর্স স্বল্প সময়ে ঘটনাস্থলে উপস্থিত হবে। 

এদিকে পবিত্র ঈদুল ফিতর ঘিরে টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত ও ভিজিলেন্স টিমের মাধ্যমে স্টেশনগুলোতে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৮ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন
লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ, কর্মচারীদের সঙ্গে মারামারির পর কারাগারে ২৮ যাত্রী!

লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ, কর্মচারীদের সঙ্গে মারামারির পর কারাগারে ২৮ যাত্রী!

 

টিকিট ছাড়া ঢুকতে পারছেন না কেউ
এবারের ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে যাত্রীদের রেলস্টেশনে প্রবেশের আগে তিন স্তরে তল্লাশি করা হচ্ছে। বাঁশের বেড়া দিয়ে তৈরি চারটি পৃথক লাইনে টিকিট যাচাই করে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ফলে কেউই টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করতে পারেনি।

কমলাপুর রেলস্টশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) আনোয়ার হোসেন বলেন, স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকলেও দুর্ভোগ পোহাতে হয়নি। ৪৬টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৩টি ট্রেন সামান্য বিলম্বে ছেড়েছে, তাও ছাদ থেকে লোক নামাতে গিয়ে কিছুটা বিলম্বে ট্রেন দুটি ছেড়ে যায়। আজ বেলা ১১টা পর্যন্ত মোট ২২টি ট্রেন দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। এর মধ্যে ধূপকেতু ৩০ মিনিট দেরি করেছে, জামালপুর এক্সপ্রেস ১০ মিনিট ও লালমনিরহাট এক্সপ্রেস ১০ মিনিট দেরিতে ছেড়েছে।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ