<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে আফগানিস্তানের প্রতিভাবান তরুণ স্পিনার মোহাম্মদ গজনফরকে দলে ভিড়িয়েছিল  রংপুর রাইডার্স। তবে টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো আসর থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন ১৮ বছর বয়সী এই স্পিনার। </p> <p>রংপুর রাইডার্স তাদের ফেইসবুক পেজে জানিয়েছে, অভিনন্দন! এএম ঘাজানফার। জাতীয় টেস্ট দলের ডাক, রাইডার্স জার্সিতে খেলা হচ্ছে না বিপিএল।</p> <p>বাংলাদেশের বিপক্ষে শারজায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন গজনফর। লম্বা রান-আপ থেকে বোলিং করা এই স্পিনার অফ স্পিনের পাশাপাশি ক্যারম বল, ব্যাক স্পিন, গুগলি এবং লেগ স্পিনে দক্ষ। উইকেটের দুই প্রান্তেই বল ঘোরানোর ক্ষমতার জন্য তাকে দলে নিতে দ্বিতীয়বার ভাবেনি রংপুর রাইডার্স। </p> <p>বর্তমানে গজনফর আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট সিরিজ খেলছেন। সিরিজের প্রথম ম্যাচে রশিদ খান অনুপস্থিত থাকায় প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২ জানুয়ারি। এরপরে তিনি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন। এই ব্যস্ত সূচির কারণেই বিপিএলে খেলা সম্ভব হচ্ছে না তার।</p> <p>গজনফরকে না পাওয়া গেলেও রংপুর রাইডার্সের স্কোয়াডে থাকছেন আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। এ ছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস রংপুরের জার্সি গায়ে মাঠে নামবেন।</p>