<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা অপশক্তির প্ররোচনায় ঘটেছে জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, সচিবালয়ে অগ্নিকাণ্ড নজিরবিহীন ঘটনা। বড় দিনের ছুটির পর রাতে জনমানবহীন অবস্থায় সংঘটিত ঘটনাটি সুপরিকল্পিত মনে হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারো কারো মতে এরূপ নাশকতামূলক কাজের পেছনে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শেখ হাসিনার মদদপুষ্ট তথা স্বৈরাচারের দোসররা এখনো কর্মরত রয়েছে এবং সেই ফ্যাসিবাদী সরকারের দোসরদের অনেকের কাছে এখনো সচিবালয়ে প্রবেশের পাস থাকায় তারা সচিবালয়ে অবৈধভাবে প্রবেশের সুযোগ পাচ্ছে।</span></span></span></span></span></p>