<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনাকে সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না। অগ্নিকাণ্ডের পর গতকাল আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করা হয়েছে। আওয়ামী লীগ বলছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, দেশের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয়। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না। বিশেষ করে যখন ঘটনাটি ৭ নম্বর ভবনে ঘটে, যেখানে দুই ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ছয় ঘণ্টা ধরে আটটি মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেখানে আসেননি বলে অভিযোগ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু দায়িত্বহীনতার পরিচয় নয়, বরং প্রশ্ন তোলে তারা কি ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছেন?</span></span></span></span></span></p>