<p>রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।</p> <p>বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে পীরগাছার নিচ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p>বিষয়টি নিশ্চিত করেছেন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী।</p> <p>ওসি জানান, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।</p>