<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজ এমভি আল বাখেরায় সাত খুনের ঘটনা ঘটিয়েছেন একজনই। তিনি হলেন ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান (২৬)। তাঁকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র‌্যাব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র‌্যাব বলছে, বেতন-ভাতাসহ ছুটি না পাওয়াকে কেন্দ্র করে জাহাজের মাস্টারের ওপর ক্ষুব্ধ ছিলেন ইরফান। সেই ক্ষোভ থেকে মাস্টারকে হত্যার পরিকল্পনা করেন তিনি। তবে মাস্টারকে হত্যার পর ইরফান ধরা পড়ে যাবেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ভয়ে জাহাজের অন্যদেরও হত্যার পরিকল্পনা করেন। অবশ্য শেষ পর্যন্ত একজন বেঁচে যান।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তার আগে গত মঙ্গলবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১১ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে। জাহাজটিতে তিনি প্রায় আট মাস ধরে কর্মরত ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তারের সময় ইরফানের কাছ থেকে হ্যান্ড গ্লাভস, একটি লোটো ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, নিহতদের ব্যবহৃত পাঁচটি ও তাঁর নিজের ব্যবহৃত দুটিসহ মোট সাতটি মোবাইল ফোন এবং রক্তমাখা নীল রঙের একটি জিন্সের প্যান্ট উদ্ধার করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেজর সাকিব জানান, চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর ঈশানবালা খাল এলাকায় নোঙর করা এমভি আল বাখেরা জাহাজ থেকে গত সোমবার বিকেল ৩টার পর পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এমভি আল বাখেরা জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা করেন। ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে র‌্যাব। মঙ্গলবার রাতে ইরফানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনা স্বীকার করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিজ্ঞাসাবাদে ইরফান জানান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার, বেতন-বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলা তাঁকে ক্ষুব্ধ করে। এ থেকে তিন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা অনুযায়ী ১৮ ডিসেম্বর তিন পাতা ঘুমের ওষুধ কিনে রাখেন। পরে ঘটনার দিন গত ২২ ডিসেম্বর রাতে ইরফান তরকারির সঙ্গে তিন পাতায় থাকা ৩০টি ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে সবাইকে অচেতন করেন। তারপর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। এরপর অন্যরা জেনে যেতে পারেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন আশঙ্কা থেকে তিনি অন্য সাতজনকেই হত্যার পরিকল্পনা করেন। যদিও শেষ পর্যন্ত ভাগ্যক্রমে তাঁদের মধ্যে একজন বেঁচে যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরফানের স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডের পর তিনি নিজে জাহাজ চালিয়ে মাঝিরচরে পৌঁছেন। এরপর বাজারের কথা বলে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলারে উঠে পালিয়ে বাগেরহাটের চিতলমারিতে আত্মগোপন করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র‌্যাব আরো জানায়, হত্যাকাণ্ডের নেপথ্যে আরো কেউ আছে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুরের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মেঘনায় এমভি আল বাখেরা জাহাজের সাতজন স্টাফকে হত্যার দায়ে গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মো. কালাম ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতে উপস্থিত সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ মাহমুদ সায়েম সাংবাদিকদের জানান, একসঙ্গে সাতজনকে হত্যার প্রকৃত কারণ এবং এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না, জিজ্ঞাসাবাদে মূল ঘটনা উদ্ধারে আসামিকে আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তার কাছে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাজের বাবুর্চি কাজী রানার দাফন মুন্সীগঞ্জে সম্পন্ন : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সারবাহী জাহাজে সাতজনকে হত্যাকাণ্ডের ঘটনায় জাহাজের বাবুর্চি কাজী রানার দাফন মুন্সীগঞ্জের ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা কবরস্থানে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মান্দ্রা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে রাত ৯টার দিকে চাঁদপুর থেকে অ্যাম্বুল্যান্সে তাঁর মরদেহ ভাগ্যকুল গ্রামের বাড়িতে এসে পৌঁছে। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত রানা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার মাণ্ডাং গ্রামের মৃত কাজী দেলোয়ার হোসেনের ছেলে। তাঁরা ছয় ভাই ও এক বোন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত জাহাজ মাস্টার কিবরিয়ার শিশুপুত্র বলল, বাবা আর আসবে না, আদরও করবে না : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুরের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মেঘনায় সারবাহী জাহাজে সাতজনকে হত্যার মধ্যে একজন জাহাজটির মাস্টার গোলাম কিবরিয়া বিশ্বাস (৬৫)। একই ঘটনায় তাঁর ভাগ্নে সবুজ শেখও (২৬) মারা যান। এ ঘটনায় ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়াইর গ্রামের বাড়িতে এখনো মাতম চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোলাম কিবরিয়ার বড় মেয়ে হাবিবা আক্তারের বিয়ের দিন ঠিক ছিল আগামী ১০ জানুয়ারি। ফলে বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। বাবা কিবরিয়ার বাড়ি ফেরার কথা ছিল গত মঙ্গলবার। তবে ওই দিন রাতে তিনি বাড়ি ফিরেছেন কাফনের কাপড় পরে লাশের গাড়িতে। আনন্দের বাড়িতে এখন চলছে মাতম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাবিবা আক্তার গেরদার আব্দুল খালেক ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছোট মেয়ে মুসলিমা একই কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। আর ছোট ছেলে রুবায়েত মক্তবে পড়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে মঙ্গলবার রাতে নিহত কিবরিয়া বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। কিবরিয়ার শিশুসন্তান রুবায়েত কাঁদতে কাঁদতে বলছিল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবা আর আসবে না, আদরও করবে না। বাবা বলেছিল, তোমার আপুর বিয়েতে অনেক আনন্দ করবা। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার দাবি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>