<p style="text-align:justify">প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এর জন্মদিন আগামীকাল ২৭ ডিসেম্বর। ১৯৩৫ ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তবে, তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত ষোলঘর গ্রামে৷লেখকের জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। আজ ২৬ ডিসেম্বর দুপুরে রাবেয়া খাতুনের ফ্রীডম ফ্লেমস গ্রন্থের প্রকাশনা উৎসব। লেখকের জন্মদিনে অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ, মিলাদ মাহফিল, বিকাল ৫ টায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় রাবেয়া খাতুন এর লেখক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং আরও দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।</p> <p>উল্লেখ্য রাবেয়া খাতুন-এর নামে বাংলা একাডেমি রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে। রাবেয়া খাতুন রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় বিদ্যালয়ের গন্ডির পর তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহন বন্ধ হয়ে যায়। তিনি তার অদম্য বাসনাকে কাজে লাগিয়ে লেখক হিসেবে নিজেকে সমহিমায় অধিষ্ঠিত করেছেন। লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা করেছেন। সাংবাদিকতাও করেছেন। এছাড়া তিনি বাংলা একাডেমীর কাউন্সিল মেম্বার ছিলেন। তিনি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরীবোর্ডের বিচারক, শিশু একাডেমীর কাউন্সিল মেম্বার ও টেলিভিশনের 'নতুন কুড়ি'র বিচারক। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্কের জুরীবোর্ডের বিচারক ও সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। যুক্ত ছিলেন বাংলা একাডেমি, বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা লেডিজ ক্লাব, বিজনেস ও প্রফেশনাল উইমেন্স ক্লাব, বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশ কথা শিল্পী সংসদ ও মহিলা সমিতির সঙ্গে। রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস ‘মেঘের পর মেঘ’ অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ২০০৪ সালে নির্মাণ করেন চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’। ২০১১ সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস ‘মধুমতি’ অবলম্বনে পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র। এছাড়াও অভিনেত্রী মৌসুমী ২০০৩ সালে তার লেখা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ অবলম্বনে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র।</p> <p>রাবেয়া খাতুন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ, নাসিরউদ্দিন স্বর্ণপদক , জসিমউদ্দিন পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক, শাপলা দোয়েল পুরস্কার, টেনাশিনাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন।</p> <p>১৯৫২ সালের ২৩ জুলাই সম্পাদক ও চিত্র পরিচালক এটিএম ফজলুল হকের সাথে রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের চার সন্তান-ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী। ২০২১ সালের ৩ জানুয়ারি তিনি প্রয়াত হন।  </p>