<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে একই পরিবারের চার সদস্যসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মোট আটজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এ সময় পাঁচজন আহত হয়। নিহত একই পরিবারের মোট পাঁচ সদস্য গাজীপুর থেকে ময়মনসিংহ গিয়ে সিএনজিযোগে নেত্রকোনা যাচ্ছিল। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা নামক স্থানে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হন। আহত হন আরেক যাত্রী। সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দার গাছতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬০), তাঁর স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রশিদের শ্যালক বিদ্যা মিয়া (৪২) ও বিদ্যা মিয়ার পুত্রবধূ লাবণী আক্তার (১৮)। সিএনজিটি নেত্রকোনার দিকে যাচ্ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ময়মনসিংহ নগরীর ব্রিজ মোড় থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে নেত্রকোনা যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, তাঁরা একজন রোগী দেখতে গাজীপুর থেকে ময়মনসিংহ যান। এরপর সিএনজিযোগে নেত্রকোনার দিকে রওনা দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাতেমা আক্তার (৬০) নামের এক নারী ঘটনাস্থলে নিহত হন। একই ঘটনায় অটোরিকশাচালকসহ তিনজন আহত হন। নিহত ফাতেমা আক্তার উপজেলার বখুরা গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী। আহতরা হলেন অটোরিকশাচালক নয়ন মিয়া (৪৫), যাত্রী সেলিনা আক্তার (৫০), টুনি আক্তার (১৮)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার রাতে গফরগাঁও-ভালুকা সড়কের গণ্ডগ্রাম-বখুরা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর থেকে আঞ্চলিক প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন (১৫) টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে তেলবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্র তপু মনি দাস। এ ঘটনায় ট্রাকের চালক, সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের কাওয়ালীপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তপু সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পেছন দিক থেকে একটি তেলবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিয়ে তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তপু প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের বাসিন্দা ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রডবাহী ট্রাক্টর ও ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. মুসা (৭০) নিহত হয়েছেন। তিনি জেলার নাচোল পৌর বাসস্ট্যান্ড থানাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>