শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে এলেও এখন নিয়মিত হয়েছেন বিভিন্ন নায়কের বিপরীতে। তিনি শবনম ববুলী। মাঝে অবশ্য শাকিবের সঙ্গে জড়িয়েছেন প্রেম, বিয়েতে। দুজনের সন্তানও এসেছে পৃথিবীতে।
ছবির পোস্টে কাকে ইঙ্গিত করে লিখলেন বুবলী?
বিনোদন প্রতিবেদক

কয়েক দিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না।
তবে আজ সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ইন দ্য ফেসব অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘অবাস্তবতার মুখে, নীরবতাই সেরা জবাব।’
নীরব থাকাকেই বড় জবাব ভাবছেন এই নায়িকা।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।
সম্পর্কিত খবর

প্রেম সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা বিজয়ের
বিনোদন ডেস্ক

চলতি বছরেই তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বিজয় বর্মার। তবে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। তারকা যুগল এখন শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান বজায় রেখে দূরত্ব টেনেছেন।
বিজয়-তামান্নার সম্পর্ক ভাঙার গুঞ্জনে যখন তোলপাড় বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, তখন সেই আবহেই প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজয়।
সম্প্রতি সংবাদসংস্থা আইএনএসের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, আপনারা সম্পর্কের কথা বলছেন, তাইতো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভালো থাকবেন। তার অর্থ হলো, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।
এদিকে বিজয় বার্মার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদন দুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন। আবার নেটপাড়ার একাংশের কটাক্ষ, তামান্না ভাটিয়ার মতো মেয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিজয় ভুল করেছেন!
বলিউড সংবাদমাধ্যম বলছে, মধ্য ত্রিশ বয়সী তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয়।
যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই! তবে সম্প্রতি রাভিনা ট্যান্ডনকন্যা রাশা থাডানির হলি পার্টিতে দুজনে যোগ দিলেও আগের মতো একে অপরের হাত ধরে বেরোননি।

এবার শুটিংয়ে আহত কার্তিক আরিয়ান
বিনোদন ডেস্ক

কিছুদিন আগে শুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। এবার সেই একই পথের পথিক কার্তিক আরিয়ান।
উত্তরবঙ্গে অনুরাগ বসুর সিনেমায় শুটিং করছেন কার্তিক এবং শ্রীলীলা। সেখানেই শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন অভিনেতা।
ডুয়ার্সে শুটিং করছেন কার্তিক-শ্রীলীলা। এই খবর ছড়ানোর পরেই শুটিংয়ের জায়গায় অনুরাগীদের ভিড়।
এমনই এক মুহূর্তে দেখা গেছে, বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক। বাঁ হাতজুড়ে ব্যান্ডেজ।
ছবি মু্ক্তির আগেই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে— এই খবর জানাজানি হতে গুঞ্জন বেড়েছে বৈ কমেনি।

‘চাঁদ মামা’ নিয়ে হাজির শাকিব
বিনোদন প্রতিবেদক

অন্তর্জালে আগেই গানের প্রমো এসেছিল। সে থেকেই ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ‘চাঁদ মামা’ গানের। অবশেষে গতকাল সন্ধ্যার পর উন্মুক্ত হয়েছে আইটেম গানটি।
গানটিতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে ওপার বাংলার নুসরাত জাহানকে।
প্রীতম হাসানের কথা-সুরে তার সঙ্গে গানটি গেয়েছেন দোলা রহমান।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত।

অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন বর্ষা
বিনোদন প্রতিবেদক

সন্তানেরা বড় হচ্ছে, এই অজুহাতে সিনেমা ছাড়তে চান বলে জানান চিত্রনায়িকা বর্ষা। হাতে থাকা তিনটি ছবির কাজ শেষে আর নতুন কোনো ছবির কাজ করবেন না। এই অভিনেত্রীর মতে, তার সন্তানেরা এখন বড় হচ্ছে। বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে, এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি।
বর্ষার এমন মন্তব্য যখন সমালোচনা বয়ে বেড়াচ্ছে তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্ষা বলেন, সোশ্যাল মিডিয়ায় আসলে সব কিছু বলতে নেই।
নিজের সন্তানদের কথা চিন্তা করেই অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন, যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারো বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।
বর্ষার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ সমালোচনা করেছেন।