টঙ্গীবাড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বসুন্ধরা শুভসংঘের গরুর মাংস বিতরণ
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) টঙ্গীবাড়ি এলাকায় ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়। মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্ধুরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ বলেন, ‘ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভসংঘের সব সহযোদ্ধাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করেছি।
বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা প্রবাস থেকে আমাদের সাহায্য ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।’
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হাওলাদার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল মাদবর, প্রচার সম্পাদক আসিফ, দপ্তর সম্পাদক সিয়াম দেওয়ান, শিক্ষাবিষয়ক সম্পাদক আরাফাত ব্যাপারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবির ফকির।
দর্শনীয় স্থান ঘুরে লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের ঈদ উদযাপন
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দর্শনীয় স্থান পরিদর্শন করে ঈদ আনন্দ উদযাপন করেছেন বসুন্ধরা শুভসংঘের কুমিল্লার লালমাই উপজেলা শাখার বন্ধুরা। ছবি : কালের কণ্ঠ
দর্শনীয় স্থান পরিদর্শন করে ঈদ আনন্দ উদযাপন করেছেন বসুন্ধরা শুভসংঘের কুমিল্লার লালমাই উপজেলা শাখার বন্ধুরা। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে তারা বাংলাদেশ বেতারের কুমিল্লা কেন্দ্রসহ উপজেলার ১১টি দর্শনীয় স্থান ঘুরে দেখেন এবং দর্শনীয় স্থানগুলোর ইতিহাস জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
দর্শনীয় স্থানগুলো হলো- বাংলাদেশ বেতারের কুমিল্লা কেন্দ্র, ডাকাতিয়া নদী, লালমাই রেলওয়ে স্টেশন, হাড়াতলী স্মৃতিস্তম্ভ (৭১’র বীর শহীদদের গণকবর), শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়, প্লাটিনাম বয়সী হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমাইয়ে নারী শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আল ইসরা মাদরাসা, উপজেলা মডেল মসজিদ, উপজেলা কমপ্লেক্স, আগমন ফুড পার্ক ও আলীশহর রেলওয়ে স্টেশন।
দর্শনীয় স্থান পরিদর্শন করে ঈদ আনন্দ উদযাপন করেছেন
বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
ছবি : কালের কণ্ঠ
দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা সদর দক্ষিণ-লালমাই প্রতিনিধি ও লালমাই রিপোটার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে আনন্দ পরিদর্শনে অংশগ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘের লালমাই শাখার উপদেষ্টা ডা. শামীম ইকবাল মজুমদার, লালমাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও পিকেনিউজ২৪-এর সম্পাদক প্রদীপ মজুমদার, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি আবদুল মতিন, বসুন্ধরা শুভসংঘের লালমাই শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না, সহসভাপতি মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, নাফিউ জামান, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, এমদাদুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শ্রাবন, ইভেন্ট সম্পাদক ইয়ামিন, অর্থ সম্পাদক সৈকত, সদস্য ঋতেষ মজুমদার ও কোরআন হিফজ শিক্ষার্থী মিছবাহুল ইসলাম প্রমুখ।
পরে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা লালমাই উপজেলার কৃতি সন্তান এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোতাহের হোসেন জুয়েল, কুমিল্লা মেডিক্যাল কলেজের সহযোগি অধ্যাপক ডা. সালেহ আহমেদ, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, শিক্ষানুরাগী মো. কামাল হোসেন, ট্যুরিজম ব্যবসায়ী মাহবুব হোসাইস সুমন, যুগ্ম জেলা জজ দিদার হোসাইন, অ্যাডভোকেট কামরুন নাহার লিজা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আহসান উল্যাহ, মনোহরগঞ্জ উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নুর মোহাম্মদ শাহীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ঈদের দিনে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বসুন্ধরা শুভসংঘ বন্ধুদের নিজ খরচে অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে দিনাজপুর সদর উপজেলা শাখার বন্ধুরা।
গতকাল সোমবার (৩১ মার্চ) বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রায় ১০০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সহসভাপতি মোমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, কার্যকরী সদস্য শাকিল ইসলাম, জাকারিয়া জীবন, জিম,রাফি ইসলাম প্রমুখ।
মিরপুরে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের উদ্যোগে মিষ্টান্ন বিতরণ
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
ছবি: কালের কণ্ঠ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের উদ্যোগে রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি) সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশন এই উদ্যোগ গ্রহণ করে।
আরো পড়ুন
শোলাকিয়া জনসমুদ্র, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া
সকালে ঈদের নামাজের পর থেকেই স্বেচ্ছাসেবকরা ইব্রাহিমপুর এলাকায় সব শ্রেণিপেশার মানুষের মাঝে সেমাই, পায়েশ ও জর্দা বিতরণ করেন। এই আয়োজনকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের খুশি দ্বিগুণ হয়ে ওঠে।
এলাকার এক বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজকের ঈদ সত্যিই মিষ্টিময়!’
আয়োজকরা জানান, আমাদের ছোট এই প্রয়াস যদি কারো মুখে হাসি ফোটায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
ব্রাহ্মণবাড়িয়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দেওয়া সেলাই মেশিন এক নারীর নতুন পথের দিশা হয়েছে। রবিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তাকে এই সেলাই মেশিন ও ঈদ উপহার দেওয়া হয়।
এ সময় ঈদুল ফিতর উপলক্ষে ১০ জন দরিদ্রের মাঝে শাড়ি বিতরণ করা হয়। এই সেলাই মেশিন পেয়ে কর্তৃপক্ষের জন্য দোয়া করেন তারা।
ব্যবসায়ী ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিপাত মো. ইশতিয়াক ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমীন শাহীন, সাধারন সম্পাদক মো. মফিজুর রহমান লিমন, ইসলামপুর টাইটেল মাদরাসার অধ্যক্ষ মুফতি সাঈদ আল মামুন, সাংবাদিল আ ফ ম কাউছার এমরান, ইব্রাহিম খান সাদাত, মোজাম্মেল হোসেন, আজিজুর রহমান পায়েল, মো. শাহাদাৎ হোসেন, শুভসংঘের সদস্য শাহাদাৎ হোসেন, চয়ন বিশ্বাস প্রমুখ।
কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর পরিকল্পনায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শুভসংঘের সাধারণ সম্পাদক হেদায়েতিল আজিজ মুন্না।