<p>চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে দিনদুপুরে একটি পোল্ট্রি খামার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পূর্ব কোলাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>অভিযোগ উঠেছে, কোলাগাঁও ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলমের নেতৃত্ব তার ভাই, তাদের স্ত্রীরাসহ বহিরাগত আরো অন্তত ২৫/৩০ জনের সশস্ত্র সন্ত্রাসীরা পোল্ট্রি খামারে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় খামারে ভাঙচুর চালিয়ে তারা লেয়ার মুরগিসহ আরো অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে গেছেন।</p> <p>জানা যায়, ঘটনাটির একটি ভিডিও ফুটেজ গতকাল বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর ভাইরাল হয়ে যায়। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত খামারের মালিক ব্যবসায়ী আবু সিদ্দিক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সৌদি গিয়ে প্রতারণার শিকার মামা-ভাগনে, দেশে ফেরানোর আকুতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735191894-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সৌদি গিয়ে প্রতারণার শিকার মামা-ভাগনে, দেশে ফেরানোর আকুতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461516" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগে খামার মালিক আবু সিদ্দিক উল্লেখ করেন, ‘বিবাদী আওয়ামী লীগ নেতা মনসুর আলম ও তার পরিবারের সদস্যরা জুলুমবাজ, দাঙ্গাবাজ, নির্যাতনকারী, ঝগড়াটে ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আমি একজন ব্যবসায়ী। আমি ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে একটি লেয়ার মুরগির খামার পরিচালনা করে আসছি। অভিযোগের ১ নম্বর বিবাদী বিগত স্বৈরাচার আওয়ামী লীগের কোলাগাঁও ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং তিনি এলাকায় চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এখনো। অন্যান্য বিবাদীরাও স্বৈরাচারী আওয়ামী লীগের কর্মী ছিলেন। বিবাদীরা আমার কাছ থেকে কিছুদিন আগে থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এমনকি চাঁদা দিলে ব্যবসা করতে পারব, না দিলে ব্যবসা করতে পারব না, খামার ভেঙে দেবেন এবং খামারের মুরগি-আসবাবপত্র নিয়ে যাবেন বলেও হুমকি প্রদান করেন।</p> <p>তিনি আরো উল্লেখ করেন, আমি তাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। তারা পূর্ব পরিকল্পিতভাবে তাদের স্ত্রীসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন লোকসহ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার সময় ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা রামদা, চাইনিজ কুড়াল, লাঠি, দা, ধরালো ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার খামারে এসে সব লেয়ার মুরগি ও খামারের মুরগির খাঁচা, খাদ্য, অন্যান্য সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যান। তারা মুরগির খামারটি ভাঙচুর করে সম্পূর্ণ তছনছ করে ফেলেন। খামারে মুরগির সংখ্যা ছিল ২৫০টি, যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। খামারের খাঁচা, খাদ্য ও সরঞ্জামাদির আনুমানিক মূল্য ১ লাখ টাকা। খামারটি ভাঙচুরে আনুমানিক ক্ষতির পরিমাণ ৩ লাখ ৩০ হাজার টাকা। সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735187446-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে ভেসে উঠল দুই পর্যটকের মরদেহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461501" target="_blank"> </a></div> </div> <p>পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘পোল্ট্রি খামার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সুষ্ঠু তদন্তে পুলিশ কাজ করছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’</p>